Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Rummana Ahmad Chowdhury books

follower

রূমানা আহমদ চৌধুরী

রুমানা চৌধুরী একজন জনপ্রিয় উপস্থাপক, অনুবাদক, কবি, সাহিত্যিক, কলামিস্ট, সমালোচক, আবৃত্তিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ইংরেজি এবং বাংলা দুভাষাতেই মূলত ছোটগল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ ও কলাম লেখেন। সমাজকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুমানার প্রকাশিত বইয়ের সংখ্যা ৫৪টি। বাংলাদেশে থাকাকালীন তিনি জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন ও বিতর্কে প্রথম স্থানে ছিলেন এবং মঞ্চ, টেলিভিশন ও বেতারে নিয়মিত উপস্থাপনা করতেন। টরন্টোতে বসবাসরত রুমানা চৌধুরী (আহমদ) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮১ সালে এম.এস.এস (লোকপ্রশাসন) ডিগ্রি লাভ করে ১৯৮২ সালে কানাডায় পাড়ি জমান। বর্তমানে তিনি কানাডিয়ান সরকারের অধীনে ফ্রিল্যান্স এক্রেডিটেড ইন্টারপ্রেটার/ট্রান্সলেটর হিসেবে কর্মরত রয়েছেন। সুপ্রিম কোর্ট অফ সেন্ট জন্স, নিউফাউন্ডল্যান্ড ১৯৯৭ সাল থেকে বাংলাদেশের ওপর এক্সপার্ট উইটনেস্ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। রুমানা চৌধুরী ডায়াসপোরা সাহিত্য ও অনুবাদের জন্য বাংলাদেশ, ভারত, ইউরোপ এবং উত্তর আমেরিকা থেকে একাধিক সাহিত্য পুরস্কার পেয়েছেন। তিনি ২০২২ সালের মে মাসে '২০২২ আইপিপিওয়াই' পুরস্কার (ইন্ডিপেন্ডেন্ট পাবলিশার্স বুক অ্যাওয়ার্ড), মাল্টিকালচারাল ফিকশন-এর জন্য ব্রোঞ্জ মেডেল পুরস্কার লাভ করেছেন। এছাড়াও উত্তর আমেরিকা থেকে ২০২২ সালের জুন মাসে 'ইন্ডিপেন্ডেন্ট বুক অ্যাওয়ার্ডের' জন্য মনোনীত পাঁচজন ফাইনালিস্টের একজন হয়েছেন তাঁর লেখা ইনানা পাবলিকেশন্স টরন্টো, কানাডা থেকে প্রকাশিত 'ডাস্ক ইন দি ফ্রগ পন্ড এবং অন্যান্য গল্প'-এর জন্য। কানাডায় ২০২২ সালে এই বইটি গর্ভনর জেনারেলস্ সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল।

রূমানা আহমদ চৌধুরী এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed