প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আরজুমান পলি
জন্ম : ২২ সেপ্টেম্বর, ধাপ কটকি পাড়া, রংপুর। শৈশব থেকেই কবিতার প্রতি অসীম দুর্বলতা, মনের গহিন-নিভৃতে এক কবিমনের পদচারণা। শরতের আকাশের সৌন্দর্য দেখে কল্পনার জগতে চলে যেতাম। মেঘের ভেলায় রঙের খেলা দেখে মুগ্ধ আর অবাক হতাম ! আকাশের বুকে কল্পনায় পাহাড়, নদী, বন, সমুদ্র আঁকিবুঁকি করতাম। কবিতার পঙ্ক্তিমালায় প্রকৃতির প্রেম, জীবনবোধ আর সমাজের কঠিন রূঢ় বিষয়গুলো ভালোবাসার রূপ-রস-গন্ধ-বর্ণে সাজিয়েছি। বন্ধু কবি ও লেখক চন্দ্রশিলা ছন্দা, ভাবী কবি আখতার বানু জলি, স্বামী ডা. হাসিনুল ইসলাম এবং দুই সন্তান হৃদয় ও ধ্রুব-র অনুপ্রেরণা ও সহযোগিতায় লেখালেখির ভুবনে এগিয়ে চলা। ইতিপূর্বে আমার লেখা কবিতা বিভিন্ন পত্র-পত্রিকা ও কয়েকটি সংকলন-কাব্যগ্রন্থে প্রকাশিত হলেও, এটি আমার প্রথম কাব্যগ্রন্থ। অবসরের সঙ্গী গল্প, উপন্যাস, কবিতার বই, আর বারান্দা-বাগান। সেই সঙ্গে গান শোনা আর ঘুরে বেড়ানোয় আমার আনন্দ।