প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
আবদুল কাইয়ুম আশরাফ
শৈশবে স্কুলের প্রাথমিক শিক্ষা গ্রহণ করে মাদ্রাসায় নূরানী বিভাগে ভর্তি হওয়ার মাধ্যমে ইসলামিক পড়াশোনার যাত্রা শুরু করেন। অল্প বয়সেই তিনি সূনামের সাথে ঢাকা উত্তরাতে হেফজ সমাপন করেন । ঐতিহ্যবাহী জামেয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসায় কিতাব বিভাগে পড়াশোনা করে ফিকাহ, উসুলে হাদীস এবং আরবি উচ্চ সাহিত্য ও গ্রামার নিয়ে থিসিস করেন যাত্রবাড়ি মাদ্রাসা থেকে । আরবি উচ্চ সাহিত্য ও গ্রামার নিয়ে গভীর পড়াশোনা করার পর বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে অফলাইনে ও অনলাইনে নিজ গবেষণা অনুযায়ী ইলমে নাহুর কোর্স ও দরস প্রদানের মাধ্যমে হাজার হাজার ইলমে নাহু পিপাসিত শিক্ষার্থীদেরকে আহসান তরিকায় গবেষণাপূর্ণ ইলমে নাহুর জ্ঞান শেখাতে ও বোঝাতে সক্ষম হন। শিক্ষার্থীদের আবেদনে নিজ গবেষণা অনুযায়ী মুফীদুন নাহু কিতাবটি লিখতে বাধ্য হন তিনি। আল আরাবিয়া অনলাইন একাডেমি পরিচালনা ব্যতীত বাকি সময় উনি ইসলাম গবেষণা ও লেখালেখিতে ব্যস্ত থাকেন। মুফীদুন নাহু উনার প্রকাশিত প্রথম বই ।