প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আল্লামা সাদ উদ্দীন তাফতাযানী রহ
পিতার নাম:ওমর, উপাধি: কাযী ফখরুদ্দীন। বংশধারা: সা’দ উদ্দীন মাসউদ ইবনে ওমর ইবনে আব্দুল্লাহ তাফতাযানী। জন্ম তিনি ইরান খোরাসানের তাফতাযান নামক জনপদে ৭১২হিজরির সফর মাসে/১ মার্চ ১৩২২খ্রিষ্টাব্দে[২] জন্মগ্রহন করেন। শিক্ষা অর্জন তিনি বিভিন্ন আলিম ও পণ্ডিতদের নিকট শিক্ষা লাভ করেন। তন্মধ্যে আযদুদ্দীন ও কুতুবুদ্দীন রাযীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য ] অধ্যাপনা শিক্ষা সমাপনের পর যুবক বয়সেই তাকে তৎকালীন বড় বড় বিদ্বানদের কাতারে গণ্য করা হতো। লেখা-পড়া শেষ হওয়া মাত্রই তিনি অধ্যাপনার দায়িত্ব নিজ কােঁধে তুলে নেন। তার উল্লেখযোগ্য ছাত্র হলেন- আব্দুল ওয়াসি’ ইবনে খাযির, শায়খ শামসুদ্দীন ইবেন আহমদ হুফরী, আবুল হাসান বুরহান উদ্দীন প্রমুখ। মৃত্যু তিনি ২২ মুহাররম ৭৯২হিজরির রোজ সোমবার উযবেকিস্তানের সমরকান্দে মৃত্যুবরণ করেন। সেখানেই তাকে সমাধিস্থ করা হয়। কারো মতে তার মৃত্যুবরণ সন ৭৯১হিজরি, আবার কারো মতে ৭৯৭হিজরী। তবে প্রথমোক্ত মতই বিশুদ্ধ।