Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Abdul Hakim books

follower

আবদুল হাকিম

আবদুল হাকিম জন্ম ১৯৬১ সালের ৭ আগস্ট, ঢাকার কেরানীগঞ্জের কলাটিয়ায়। শৈশব, কৈশোর ও তারুণ্যের দিনগুলোও কেটেছে সেখানে। সেই শিকড়ের টানে এখনো বারবার ছুটে যান কলাটিয়ায়। গড়েছেন সেখানে ছায়া সুনিবিড় একটি বাংলোবাড়ি। পিতা প্রয়াত আবদুল হক। মা প্রয়াত ফুলজান বিবি। স্নেহময়ী মায়ের অভাব এখনো বোধ করেন। সহধর্মিণী আফরোজা আক্তার (লিখন) এবং একমাত্র সন্তান আবদুল রাকিব (অভি)-কে নিয়ে তার অম্ল-মধুর সংসার। পড়েছেন কলাটিয়ার বহুমুখী উচ্চ বিদ্যালয়, সোহরাওয়ার্দী কলেজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। অর্থনীতিতে স্নাতক। বাবা ছিলেন জাহাজের সারেং। নদী এবং সমুদ্রের তরঙ্গ খেলা করত তাঁর বুকে। ছুটে বেড়াতেন দেশ থেকে দেশান্তরে। একদিন তাই সুদূরের আহ্বান শুনতে পেলেন তিনিও। পাড়ি জমালেন সাত সমুদ্র এবং তেরো নদী পেরিয়ে ইতালিতে। বর্তমানে সেখানেই কর্মরত। অবসরে তিনি স্বজন ও বন্ধুদের সঙ্গে আড্ডায় মগ্ন থাকতে পছন্দ করেন। গান, চলচ্চিত্র, মঞ্চনাটক এবং ভ্রমণের প্রতিও রয়েছে গভীর আকর্ষণ। প্রবাসে একাকিত্ব তাকে কুরে কুরে খায়। শিকড়ের টান গভীরভাবে অনুভব করেন। নস্টালজিয়ায় আক্রান্ত হন। নানা মানুষ এবং নানা ঘটনা মনের আয়নায় ভেসে ওঠে। বোধ করেন না-পাওয়ার বেদনা কিংবা যা কিছু হারিয়েছেন তা ফিরে পাওয়ার আর্তি। তারই ফসল এই প্রথম গ্রন্থ 'কোথায় পাব তারে'।

আবদুল হাকিম এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed