প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আবদুল জাব্বার
আবদুল জব্বার-এর জন্ম পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার নোদাখালি থানার সাতগাছিয়া গ্রামের এক হতদরিদ্র পরিবারে, ১৯৩৪ সালের ৩০ এপ্রিল। শৈশবেই পিতৃহারা। মামার আশ্রয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়াকালে উপার্জনের তাগিদে কলকাতার মেটিয়াবু- রুজে যান দর্জির কাজ শিখতে। কিন্তু ভালো লাগেনি। গেলেন বজবজের বিড়লা জুট মিলে। তাঁতের কাজে বেশ অভ্যন্ত হলেন। সে-কাজ ছেড়ে দিয়ে হাওড়া গেলেন ঢালাইয়ের মিস্ত্রির কাজ শিখতে। ১৯৪৮ সালে মাধ্যমিক পরীক্ষা দেন। কিন্তু উত্তীর্ণ হতে পারেননি। আবদুল জব্বারের সাহিত্য-প্রতিভার উন্মেষ ঘটে কৈশোরের। পনেরো বছর বয়সে প্রথম গল্প 'মা' প্রকাশিত হয় পত্রিকার পাতায়। দারিদ্র্য ও নানাবিধ প্রতিকূলকাতার মধ্যেও এরপর একের পর এক গল্প, উপন্যাস ও বিবরণধর্মী গদ্য-বয়ান লিখে চলেন। এসব বয়ান তাঁর প্রত্যক্ষ অভিজ্ঞতালব্ধ। ব্যক্তি-জীবন ছিল একেবারেই মাটির কাছাকাছি। সেজন্য তাঁর রচনাসমূহেও মাটির স্নিগ্ধ গন্ধ পাওয়া যায়। বাংলার চালচিত্র তাঁর অভিজ্ঞতাঋদ্ধ এক অসামান্য গদ্যবয়ান। ১৯৯০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে শরৎ স্মৃতি পুরস্কারে সম্মানিত করে। ২০০২ সালে পান নতুন গতি পুরস্কার। ২০০৯ সালের ২৯ অক্টোবর আবদুল জব্বারের মৃত্যু হয়।