প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
এম ই চৌধুরী শামীম
দেশব্রতা এম ই চৌধুরী শামীম। জন্ম ঢাকায়। পৈতৃক নিবাস ফেনী। শিক্ষা গ্রহণ ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ, চার্লস বিশ্ববিদ্যালয় প্রাগ, স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক। প্রগতিশীল ছাত্র রাজনীতিতে হাতেখড়ি গত শতাব্দীর সত্তর দশকে। তারপর সাহিত্য-সংস্কৃতির অঙ্গনে দৃঢ় পদচারনা। জীবিকার প্রয়োজনে একসময় যুক্তরাষ্ট্রে গমন। কিন্তু মাথায় যার দেশব্রততা, প্রবাস, বিলাস, বৈভব তাঁকে আটকাতে পারেনি। তাই স্বদেশে ফিরে সুনীতি প্রতিষ্ঠার নিরন্তর প্রচেষ্টা। গড়ে তোলেন এথিকস ক্লাব। স্বদেশভূমিতে প্রগতিকামী সৎ ও নিষ্ঠাবান প্রজন্ম বিনির্মাণে নিরলস পরিশ্রম করে যাওয়া। অবিরাম লড়ে যাওয়া, অবিশ্রান্ত, ব্রতী এম ই চৌধুরী আপন স্বপ্নকে নিয়ে চলেছেন গন্তব্য অভিমুখে। দেহ ও মনের সবল তারুণ্য নিয়ে জীবন ও সমাজের, বিচিত্র অভিঘাত অতিক্রম করে তিনি চলেছেন নির্ভীক সৈনিকরূপে। তিনি ব্যক্তিগত জীবনে একজন আইসিটি বিশেষজ্ঞ, উদ্যোক্তা, সংস্কৃতি ও সমাজকর্মী। মাতৃভূমিতে ফিরে আসার পূর্ব পর্যন্ত কাজ করেছেন আইবিএম কর্পোরেশন নিউইয়র্কে। প্রতিষ্ঠা করেছেন স্কলার্স বাংলাদেশ সোসাইটি, সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশন, এথিকস ক্লাব বাংলাদেশ সোসাইটি, এনআরবি পিবিও ক্লাব লিমিটেড, এনআরবি পিবিও কনফারেন্স ঢাকা, এন এস পাবলিশার্স, এনআরবি পিবিও স্কুল অফ আর্টস। তিনি অনাবাসী বাংলাদেশিদের দেশের উন্নয়নে সম্পৃক্ত করার লক্ষ্যে, ঢাকায় ২০০৫, ২০০৭ এবং ২০০৯ সালে এনআরবি পিবিও সম্মেলনের আয়োজন করেন। তাঁরই নিরন্তর প্রচেষ্টায় ৩০ ডিসেম্বর প্রবাসী বাংলাদেশি দিবস (NRB Day) জাতীয় প্রবাসী দিবসে রূপ পায়।