প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
খাজা ওসমান ফারুকী
খাজা ওসমান ফারুকী (খাজা'জী)- জন্মেছেন বন্দরনগরী চট্টগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে। পারিবারিকভাবেই আধ্যাত্মিক পরিবেশে বেড়ে উঠেছেন। আলোর অভিযাত্রী, প্রকৃতিপ্রেমী খাজা'জী ধর্ম চর্চা ও চিন্তা করতে ভালোবাসেন। লেখার চেয়ে পড়তে ভালোবাসেন; মঞ্চের নেপথ্যে থাকতে পছন্দ করেন। পৃথিবী নামক গ্রহটাকে চোখের ক্যানভাসে ধারণ করাকে জীবনের অনুষঙ্গ মনে করে দেশ-বিদেশে ঘুরে বেড়ান। নীরব সাধক, মানবহিতৈষী এবং এক সংগ্রামী মানুষ। ভালোবাসার বাতিঘর। বুকের অন্দরে তীব্র দহন। অঙ্গার হচ্ছেন অণুক্ষণ। অথচ বাইরে শীতল! নির্মোহ! শান্ত! নিশ্চল, দৃঢ় প্রতিজ্ঞ অভ্যন্তরীণ সত্যের নিকট। সুফি সংস্কৃতি, চেতনা ও ঐতিহ্যকে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন। গবেষণা করছেন সুফিতত্ত্ব নিয়ে। অবগাহন করে চলছেন সুফি-প্রেমের নির্মল ঝরনাধারায়। উদ্ভাবন করেছেন সুফি মেডিটেশন মেথড কোর্স। আধ্যাত্মিক চিন্তাধারার গবেষণামূলক সাময়িকী সুফিনামা'র সম্পাদক ও প্রকাশক; এবং সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশন, সুফিনগর কমপ্লেক্স - এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।