প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মাসুক হেলাল
মাসুক হেলালের জন্ম কুমিল্লায়। বরুড়ার গােহালিয়ায়, ১৯৬৪ খ্রিষ্টাব্দে। বেড়ে উঠেছেন ময়নামতির পাহাড়ের চড়াই-উতরাইয়ে। পড়াশােনা প্রথমে গ্রামে, কুমিল্লা শহরে, তারপর চারুকলায়। অসংখ্য বইয়ের প্রচ্ছদ ও অলংকরণের জন্য মাসুক হেলাল এ দেশে বিশিষ্ট। জাতীয় পুরার পেয়েছেন একাধিকবার। আঁকাআঁকির পাশাপাশি লেখেনও। তার আঁকা মানুষের পােট্রেট ও লেখা নিয়ে দেশের শীর্ষ দৈনিক প্রথম আলােয় নিয়মিত ছাপা হয়। মুখ ও মুখােশ’ ২০০৬ সাল থেকে। গত বারাে বছরে প্রথম আলাে’য় বিস্তর এঁকেছেন ও লিখেছেন। সেই সব আঁকা-লেখারই বাছাই করা সংকলন ‘মুখ ও মুখােশ'। এটা তার প্রকাশিত চতুর্থ বই। এর আগে প্রকাশিত হয়েছে উপন্যাস কয়েকজন, আঁকা-লেখার বই আঁখি মঞ্জিয়া দেখি রূপ এবং ছােটদের বই চর্যা তাম খাবে।