প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
ইসরাইল হোসেন
ইসরাইল হােসেনের জন্ম ১৪ এপ্রিল ১৯৫৯। ঢাকা জেলার নবাবগঞ্জ থানার কাঠালীঘাটা গ্রামে। ক্রমশ আমি নিচের দিকে ধাবমান কাব্যে তিনি মানুষের অনিবার্য চলে যাওয়ার কথা বলেছেন। তিনি বলেন, যেহেতু এই মৃত্তিকার নিচে শুয়ে থাকার পর আবার উথিত হতে হবে হিসাব নিকাশের পালা মিটাতে, সেহেতু এই চিরসত্যকে গ্রহণ করার আগে মানুষের নিজের কাছে তার দোষ ত্রুটির সরল স্বীকারােক্তি থাকা খুউব প্রয়ােজন । নিজের দোষ স্বীকারের ভিতর কোনাে অবমাননা নেই, বরং এই স্বীকারােক্তি তাকে ঔদার্যের আলােয় উদ্ভাসিত করে। ইসরাইল হােসেন বলেন- কবিতা জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। নিজের স্খলন, স্থানচ্যুতি, বিপর্যয়, ভিতরে ভিতরে মানুষের অবয়বে অমানুষ হয়ে বেড়ে ওঠা কবিতায় স্থান পাওয়া খুবই জরুরী। তিনি কবিতাকে শুধু সুল, পার্থিবপ্রেমেভরা দেখতে অনাগ্রহী। তিনি মনে করেন মৃত্যুর মতাে পার্থিব প্রেম মােটেও অবিনশ্বর নয়। ক্রমশ আমি নিচের দিকে ধাবমান কাব্যে কবি ইসরাইল হােসেন এই ভঙ্গুর, যাপিত জীবনের এবং অভঙ্গুর ও অবিনশ্বর জীবনের কথা দৃঢ় প্রত্যয় নিয়ে বলেছেন।