প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
লিপি মনোয়ার
লিপি মনােয়ারের জন্ম ১ অক্টোবর, স্থান গােপালগঞ্জ।।পিতা মাহবুবুর রহমান খান, মাতা আমেনা বেগম (সারাহ)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মানসহ এম, এ পাশ করেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এল এল বি ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই শিল্পসাহিত্য সংস্কৃতি ও সমাজসেবায় নিয়ােজিত। আধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করলেও বর্তমানে শুধু সাহিত্য ও সংস্কৃতিতেই নিবেদিত। তিনি বাংলা সাহিত্যের সেইসব লেখকদের একজন যিনি শিশুসাহিত্য, গল্প, উপন্যাস, নাটক, কবিতা-সবক্ষেত্রেই সমদক্ষতায় উৎকর্ষিত।। বাংলাদেশের টেলিভিশন,বেতার ও মঞ্চে সমসাময়িক নাট্যকাররুপে আলােচনায় বারবার উচ্চারিত এই নাম। টিভিতে প্রচারিত ও মঞ্চে প্রদর্শিত তাঁর নাটক পেয়েছে সমানভাবে খ্যাতি ও দর্শক জনপ্রিয়তা। লেখক ও নাট্যকার লিপি মনােয়ার স্বীকৃতিস্বরুপ পেয়েছেন বহু সম্মাননা ও পুরস্কার। ব্যক্তি জীবনে স্বামী মনােয়ার পাঠান কন্যা প্রিয়ন্তী ও পুত্র প্রমিতকে নিয়ে সুখের সংসার।