প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
আরশাদ আজিজ
আরশাদ আজিজের জন্ম ১৯৫০ সালের ১ জানুয়ারি টাঙ্গাইল জেলায়। ১৯৭০ সালে টাঙ্গাইল সাদত কলেজ থেকে স্নাতক পাশ করেন। আরশাদ আজিজ মূলত প্রাবন্ধিক। তিনি এক সময় কিছু ভালাে গল্প ও কবিতা লিখেছেন। তাঁর প্রবন্ধ নিজস্ব মুদ্রায় চিহ্নিত। তাঁর প্রথম প্রবন্ধ সংকলন ‘মন্ত্রতন্ত্র কাব্য’ বিদগ্ধ পাঠকসমাজের দৃষ্টি আকর্ষণ করেছে। তাঁর কিশােরপাঠ্য গ্রন্থ দর্শনের গল্প’ (১৯৭৬) ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আরশাদ আজিজ এদেশের একজন প্রতিষ্ঠিত অনুবাদক। তাঁর প্রকাশিত অনুবাদ গ্রন্থ : আলেস্যের জয়গান (১৯৯৪), দুই বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালে আন্তর্জাতিক সম্পর্ক (দ্বি, স. ১৯৯৯), শিক্ষা ও। সমাজকাঠামাে (১৯৯৭), বিবাহ ও নৈতিকতা (১৯৯৮), লর্ড মেকলে নির্বাচিত রচনা। (২০০১), মধ্যযুগীয় ভারতের ইতিহাস (২০০৩), ইউরােপের ইতিহাস (তিন খণ্ডে প্রকাশিত। যথাক্রমে ২০০৬, ২০০৭, ২০০৮ সালে) এবং। কুটনীতিবিদ্যা (২০০৯) |