প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
আরিফ মঈনুদ্দিন
বাবা মরহুম নজীর আহাম্মদ (বড় মিঞা)। মা বেগম মাফিয়া খাতুন। জন্ম ১ জানুয়ারি, ১৯৬১। ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ৫ নং ইয়াকুবপুর ইউপি’র চণ্ডিপুর গ্রামে। সেখানকার হাট পুকুরিয়া সংলগ্ন চণ্ডিপুর মুন্সী বাড়িতে। ঐ এলাকার দুধমুখা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৬-এ। এসএসসি এবং পার্শ্ববর্তী নােয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুজিব মহাবিদ্যালয় থেকে ১৯৭৮-এ এইচএসসি পাস করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮২ সালে বাণিজ্যে মার্কেটিং বিষয়ে সম্মানসহ স্নাতক এবং ১৯৮৩ সালে। স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পেশাগত জীবনে ন্যাশনাল ব্যাংক লিমিটেড’-এর অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রধান কার্যালয়ে কার্ড ডিভিশনে কর্মরত আছেন। এ বইটিসহ তাঁর মােট ১৫টি গ্রন্থ প্রকাশিত হয়েছে— ‘এখানে জিন্দাবাদ ভাড়া পাওয়া যায়’ (কবিতা) ১৯৮৫, নাছােড়বান্দা’ (খােলা কবিতা) ১৯৮৭, ‘অপ্সরা’ (গল্পগ্রন্থ) ১৯৯৮, সূর্য শিখর দিন (উপন্যাস) ২০০১, ৭১ নম্বর গুলশান এভিনিউ' (গল্পগ্রন্থ) ২০০২, দহন লাগা তৃষ্ণা (উপন্যাস) ২০০৩, ‘দুধমুখা যেতে যেতে’ (উপন্যাস) ২০০৪, ‘নিভৃত নিলয়ে’ (উপন্যাস) ২০০৫, ‘মেঘ এসে ছুঁয়ে ছুঁয়ে যায়’ (উপন্যাস) ২০০৫, হাত বাড়িয়ে দাও (উপন্যাস) ২০০৮, আকাশ ছুঁয়েছে মন (উপন্যাস) ২০০৯, হৃদয় গহীনে যে সুর বাজে (উপন্যাস) ২০০৯, ‘নােঙরে নিয়তির হাত (গল্পগ্রন্থ) ২০১০, ‘নির্বাচিত প্রেমের গল্প’ (গল্পগ্রন্থ) ২০১১। লেখালেখিতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ইতােমধ্যে তিনি রােটারীক্লাব ইন্টারন্যাশনাল-এর সম্মাননা এবং কবি আবু জাফর ওবায়দুল্লাহ স্মৃতি পুরস্কারসহ আরও বেশ। কয়েকটি পুরস্কার লাভ করেছেন। ওয়ার্ল্ড এক্সপােজিশন২০০৫ উপলক্ষে জাপান সরকারের আমন্ত্রণে ১০ সদস্যের এক সাংস্কৃতিক প্রতিনিধি দলের সদস্য হিসেবে সেবছর জুন। মাসে তিনি জাপান সফর করেন।