clearence-full-logo

Ends in

00 : Days
00 : Hrs
00 : Min
00 Sec

Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Mahbub Ali books

follower

মাহবুব আলী

মাহবুব আলী। পিতা: মো. আবদুল মজিদ (অ্যাডভোকেট) মাতা: মেহের নেগার। দিনাজপুর শহরে জন্ম। সেখানেই স্কুল-কলেজ। রাজশাহি ইউনিভার্সিটি থেকে রাস্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর। কাজ করেছেন স্থানীয় এক দৈনিকে সম্পাদকীয় ও সাহিত্য বিভাগ পরিচালনা। বিভিন্ন পায়োনিয়ার এনজিও-য় ডকুমেন্টেশন, সম্পাদনা, গণযোগাযোগ উপকরণ উন্নয়ন ও প্রকাশনা, প্রতিবেদন, প্রকল্প প্রস্তাবনা, পলিসি ম্যানুয়াল প্রণয়ন, গবেষণা ও কনসাল্‌টেন্সি। শেষে বেসরকারি প্রতিষ্ঠানে বিষয়ভিত্তিক প্রভাষক। প্রকাশিত প্রথম লেখা একটি ছড়া সাড়া জাগানো অর্ধ-সাপ্তাহিক দেশবাংলা-র শিশু-কিশোর পাতায় নভেম্বর ১৯৭৩। প্রকাশিত প্রথম গল্প `The Slave’ জনপ্রিয় দৈনিক The Daily Observer -এর Young Observer বিভাগে সেপ্টেম্বর ১৯৭৪। সাংগঠনিক ভূমিকা: দৈনিক পূর্বদেশ-এর শিশু-কিশোর সংগঠন চাঁদের হাট-এর দিনাজপুর জেলা শাখা-র উদ্যোক্তা আহ্বায়ক হিসেবে সেপ্টেম্বর ১৯৭৪ থেকে জানুয়ারি ১৯৭৭ পর্যন্ত সাংগঠনিক দায়িত্ব পালন। দিনাজপুরের অন্যতম সাহিত্য সংগঠন উত্তর তরঙ্গ প্রতিষ্ঠার একজন উদ্যোক্তা। এটি ১৯৮৭ থেকে এখনো সক্রিয়। তিনি বিভিন্ন সময়ে সেক্টরাল দায়িত্ব পালন করে আসছেন। পুরস্কার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর শিক্ষা মন্ত্রণালয় অধীন সংস্কৃতি বিষয়ক বিভাগ-এর ডিপার্টমেন্ট অব পাবলিক লাইব্রেরির ‘অমর একুশে’ সাহিত্য প্রতিযোগিতায় ১৯৮৭ সালে কবিতায় এবং ১৯৮৯ সালে ছোটগল্প ও প্রবন্ধ-এ জেলা পর্যায়ে তিনটি শীর্ষ পুরস্কার লাভ করেন। একইভাবে ১৯৯১ সালে প্রবন্ধ ও ছোটগল্প-এ আরও দুটি পুরস্কার। সম্মাননা: ছোটগল্প ও কথাসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণিজন সম্মাননা। রংপুর বিভাগীয় লেখক পরিষদ দিনাজপুর জেলা শাখা হতে ২০২১ খ্রি। স্মৃতি সংঘ ও সাহিত্য সংসদ, কাহারোল-দিনাজপুর থেকে ২০২১ খ্রি। শব্দশর সাহিত্য সংগঠন, বীরগঞ্জ-দিনাজপুর থেকে ২০২৩ খ্রি। উত্তরতরঙ্গ সাহিত্য পর্ষদ-দিনাজপুর থেকে ২০২৩ খ্রি।

মাহবুব আলী এর বই সমূহ

(Showing 1 to 7 of 7 items)

Recently Viewed