প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
ভাস্কর চক্রবর্তী
কবি ভাস্কর চক্রবর্তীর জন্ম ১৬ ফেব্রুয়ারি ১৯৪৫ (কবির মতে ১৯৪৬), উত্তর কলকাতার দর্জিপাড়ায়। বসবাস বরানগরে। বাংলা কবিতাসাহিত্যের অলোকসামান্য প্রাঙ্গণে তাঁর আবির্ভাব ও স্থিতি সংবেদী পাঠকের নিষ্ঠাবান চোখ কখনও এড়িয়ে যায়নি। প্রেমের উপস্থিতি তাঁর কবিতায় বিস্ময়করভাবে শুশ্রূষা পেয়েছে। সময়, সংকট পেয়েছে বলিষ্ঠ ভাষা ও প্রকাশ। ষাটের দশক তাঁর রোমান্টিক উচ্চারণে চকিত ও বিভাসিত। বাংলা কবিতার এই অনন্য প্রতিভার স্বর প্রথম থেকেই স্বতন্ত্র ও মৌলিক। নির্বাচিত এ কবিতাসংগ্রহ তারই উজ্জ্বল সাক্ষ্য বহন করে। সমগ্র বাংলা সাহিত্যের পাঠকের কাছে এ এক মস্ত সুসংবাদও বটে। তাঁর কাব্যগ্রন্থগুলি : শীতকাল কবে আসবে সুপর্ণা, এসো সুসংবাদ এসো, রাস্তায় আবার, দেবতার সঙ্গে, আকাশ অংশত মেঘলা থাকবে, স্বপ্ন দেখার মহড়া, তুমি আমার ঘুম, নীল রঙের গ্রহ, কী রকম আছো মানুষেরা ও জিরাফের ভাষা।