Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Laki Inam books

follower

লাকী ইনাম

লাকী ইনাম '১৯৭২ সালে নাগরিক নাট্য সম্প্রদায় প্রযােজিত প্রথম মঞ্চ নাটক ‘বুড়াে শালিকের ঘাড়ে রোঁ'-এ অভিনয়ের মাধ্যমে মঞ্চে পদার্পণ। সেই থেকে আর থেমে থাকেন নি ।। গ্রুপ থিয়েটার আন্দোলন থেকে শুরু করে। বাংলাদেশের সকল সাংস্কৃতিক ও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে এসেছেন এ যাবৎ । বিভিন্ন মাধ্যমে অভিনয়ের পাশাপাশি লেখালেখি শুরু করেন বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স শেষ করার পর থেকে এ পর্যন্ত টিভি ও বেতারে তার লেখা 'শতাধিক নাটক প্রচারিত হয়েছে । মঞ্চের জন্য লেখা প্রথম নাটক প্রচারিত হয়েছে। মঞ্চের জন্য লেখা প্রথম নাটক ‘সুদূরে দিগন্ত প্রথম মঞ্চায়িত হয় ১৯৯০ সালের মে মাসে। এরপর বেগম রােকেয়ার ছােটগল্প ‘সুলতানার স্বপ্ন'এর নাট্যরূপ দেন । ১৯৯৩ সালে এটি প্রথম মঞ্চায়িত হয় ২০০০ সালে বাংলা একাডেমী এটি বই আকারে প্রকাশ করে ১৯৯৫ সালে। প্রতিষ্ঠা করেন নিজ নাট্যদল ‘নাগরিক নাট্যাঙ্গন । দলের প্রথম প্রযােজনার জন্য রূপান্তর করেন জে.বি প্রিস্টলীর ‘এ্যান ইন্সপেক্টর কলস' অবলম্বনে নাটক ‘খােলস। এছাড়াও তিনি ছােটদের জন্য বেশ কিছু নাটক রচনা করেছেন ।

লাকী ইনাম এর বই সমূহ

(Showing 1 to 4 of 4 items)

Recently Viewed