প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান
মােহাম্মদ ফায়েক উজ্জামান গােপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার গােবিন্দপুর ইউনিয়নের শ্রীনিবাসকাঠী গ্রামে ১৯৬৬ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি প্রয়াত জয়নাল আবেদীন ও মা রােকেয়া আবেদীনের পুত্র। তার পড়াশুনা নিজ গ্রামের প্রাইমারি স্কুল, কাশিয়ানি থানার বাথানডাঙ্গা উচ্চ বিদ্যালয়, রামদিয়া শ্রীকৃষ্ণ কলেজ, সরকারি বিএল কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি এম.এ., এম.ফিল, ও পি-এইচ.ডি. ডিগ্রী অর্জন করেন। কয়েকমাস সরকারি শরীয়তপুর কলেজে অধ্যাপনার পর তিনি প্রভাষক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যােগ দেন। বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে কর্মরত। তার এম.ফিল. ও পি-এইচ.ডি.র দুটি অভিসন্দর্ভই বাংলা একাডেমি বই হিসেবে প্রকাশ করে। ইরান-ইরাক বিরােধ ও সাম্প্রতিক যুদ্ধ এবং মুজিবনগর সরকার ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ বই দুটি পাঠক ও গবেষকদের কাছে সমাদৃত হয়। ABM Hussain Festschrift: History Society Culture গ্রন্থের তিনি অন্যতম সম্পাদক। তাঁর আগ্রহের বিষয় মূলত জাতীয়তাবাদী আন্দোলন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর তার কয়েকটি গবেষণা প্রবন্ধ বিভিন্ন জার্নালে ছাপা হয়েছে এবং উত্তর আফ্রিকা, বসনিয়া-হারজেগােভিনা ও কসােভাের জাতীয়তাবাদী আন্দোলনের উপর তাঁর কিছু গবেষণা প্রবন্ধ রয়েছে। বিভিন্ন জাতীয় দৈনিকেও তিনি লেখালেখি করেন।