প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আবদুল মাবুদ খান
ড. আবদুল মাবুদ খান কলিকাতা বিশ্ববিদ্যালয়ের একজন কৃতি গবেষক। ‘বাংলাদেশের বৌদ্ধধর্ম ও সংস্কৃতি তার প্রধান গবেষণার বিষয় বড়ুয়া, চাকমা, মগ (মারমা-রাখাইন), চাক, মুরং প্রভৃতি জনগােষ্ঠী সম্পর্কে তার প্রকাশিত গবেষণাপত্রগুলি ইতােমধ্যে দেশে-বিদেশে সুধীমহল কর্তৃক প্রশংসিত। বহু আন্তর্জাতিক সেমিনার ও সিম্পােজিয়ামে তিনি যেমন অংশগ্রহণ করেছেন তেমনি । ভারত, নেপাল, বাংলাদেশ, মায়ানমার ও থাইল্যান্ডের প্রসিদ্ধ বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক স্থানসমূহ পরিদর্শন করেছেন। তার প্রধান 18 : “The Maghs : A Buddhist Community in Bangladesh' (১৯৯৯)। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। বর্তমানে রেঙ্গুন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে কর্মরত। ড. আবদুল মাবুদ খান বুদ্ধগয়াস্থ আন্তর্জাতিক সাধন কেন্দ্রের অন্যতম পৃষ্ঠপােষক।