Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Syed Nazimuddin Hasem books

follower

সৈয়দ নাজিমুদ্দিন হাশেম

সৈয়দ নাজমুদ্দীন হাশেম পেশাগত জীবনে নানা উচ্চপদে যেমন কাজ করেছেন, তেমনি সান্নিধ্যে এসেছেন দেশ-বিদেশের বহু গুণীজনের। প্রেসিডেন্সি কলেজের শিক্ষাজীবন শেষে প্রথমে কলকাতায়, পরে ঢাকায় সাংবাদিকতা করেন অনেককাল ।। সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার তথ্য বিভাগীয় দায়িত্বও পালন করেছেন দক্ষতার সঙ্গে ছিলেন রেঙ্গুন ও মস্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত, কিছুকালের জন্য তথ্যমন্ত্রীও। তবে এসবের চেয়েও বড় কথা তাঁর পঠন-পাঠনের ব্যাপ্তি, প্রখর শিল্পবােধ এবং ইংরেজি-বাংলা উভয় ভাষাতেই স্বচ্ছ গদ্যরচনায় অনুপম সিদ্ধি। বাংলাদেশের প্রতি আনুগত্য পােষণের কারণে পাকিস্তানে চাকরিজীবনে শুধু নিগৃহীতই হননি, মুক্তিযুদ্ধের বিজয়ের পর আরাে অনেক বাঙালির সঙ্গে বন্দী হয়েছিলেন কাদেরাবাদ ও ওয়ার্সাক ক্যাম্পে। সেই ক্যাম্পজীবনে বন্দীদের মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পাশাপাশি পাকিস্তানের প্রতি দাস্যভাবাপন্ন ব্যক্তিবর্গেরও অভাব ছিল না। স্বাধীন দেশের দুর্ভাগ্য, তাদের অনেকেই প্রত্যাগমনের পর রাষ্ট্রিক ও সামরিক নীতিনির্ধারক বিভিন্ন উচ্চপদে অভিষিক্ত হয়েছেন। পাকিস্তানের বন্দীশালায় আটকাবস্থায় লেখা এই রােজনামচার প্রকাশ বিলম্বিত হলেও এখনাে অপ্রাসঙ্গিক হয়ে যায়নি মােটেই। আমাদের বর্তমান সামাজিক-রাজনৈতিক বাস্তবতা সে কথার জানান দিচ্ছে নানাভাবে। সৈয়দ নাজমুদ্দীন হাশেমের এই গ্রন্থ তাই মুক্তিযুদ্ধের ঘটনাবৃত্তের অতীতকালীন এক অধ্যায়কে যেমন মেলে ধরেছে, তেমনি তা বহন করছে সমকালীন তাৎপর্য।

সৈয়দ নাজিমুদ্দিন হাশেম এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed