প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
ফ্রিডরিখ নীৎসে
পেশায় ড. ফজলুল আলম গ্রন্থাগারিক ও তথ্যবিজ্ঞানী, কিন্তু এই বিষয় ছাড়াও তিনি দেশে ও বিদেশে ইংরেজী সাহিত্য, তথ্য প্রযুক্তি, এথনিক রিলেশান্সে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী এবং শেষ পর্যায়ে কালচারাল স্টাডিজে ডক্টরেট অর্জন। করেছেন। তাঁর অনানুষ্ঠানিক জ্ঞানচর্চার বিষয়। সর্বদাই দর্শন, সমাজবিজ্ঞান ও মনােবিজ্ঞান । স্বাভাবিক ভাবেই আন্তর্জাতিক অভিজ্ঞতার সাথে বিভিন্ন বিষয়ের জ্ঞানচর্চার সম্পৃক্ততা ও প্রভাব তাঁর সব লেখালেখিতে প্রতিফলিত হয়। তাঁর। সব প্রবন্ধের বিষয় অনেক বিস্তৃত প্রেক্ষাপট জুড়ে আছে। তাঁর বিষয় ও যুক্তি পাঠকের মনে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়, নাড়া দেয় সনাতনি ও সামাজিকভাবে সৃষ্ট ধারণাগুলােকে, খুঁজে বের করতে চায় বাস্তবের আলােকে সমাজের চি গুলােকে প্রতিহত করার পথ । ড. আলম মনে লেখালেখিকে পূর্ণ সময়ের কাজ ব বেছে নিয়েছেন।