প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
বিবেকানন্দ মজুমদার
বিবেকানন্দ মজুমদার জন্ম ১২ সেপ্টেম্বর ১৯৫৩, মাগুরা সদরের রাঘবদাইড় গ্রামে। পিতা ডা. বামন দাস মজুমদার ও মা রাধারানী দেব্যা। স্থানীয় প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক পাঠ শেষে মাগুরা মডেল উচ্চবিদ্যালয় থেকে ১৯৬৯ সালে এসএসসি, ১৯৭২ সালে মাগুরা হােসেন শহীদ সােহরাওয়ার্দী মহাবিদ্যালয় থেকে এইচএসসি ও ১৯৭৪ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরে বিএবিএড এবং সংস্কৃতে ব্যাকরণ-তীর্থ ডিগ্রি লাভ করেন। বিনােদপুর ননীবালা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত। সহধর্মিণী মঞ্জুশ্রী মজুমদার এবং এক ছেলে, এক মেয়েকে নিয়ে মাগুরাতে বসবাস করছেন। তিনি নবগঙ্গা সাহিত্যগােষ্ঠী, মাগুরা সাহিত্যিক কল্যাণ পরিষদের স্বরলিপি সঙ্গীত নিকেতন, লুত্যর রহমান একাডেমী মাগুরা জেলা সংসদ ও প্রত্যয় সাংস্কৃতিক সংসদের সভাপতি। এছাড়া গাংচিল কণ্ঠ মাগুরা শাখার পৃষ্ঠপােষক, অনির্বাণ সাহিত্য সংসদের উপদেষ্টাসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত। সফল সংগঠক হিসেবে পেয়েছেন নবগঙ্গা সাহিত্যগােষ্ঠী সম্মাননা পদক ২০০৯।