প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
কনক চাঁপা
কণ্ঠশিল্পী কনকচাপা। পুরাে নাম রুমানা মাের্শেদ কনকচাপা। ঢাকায় জন্মগ্রহণ করলেও দাদাবাড়ি সিরাজগঞ্জে। গানেই তার জীবন, তার বিস্তার। বাবা সঙ্গীতানুরাগী জনাব আজিজুল হক মাের্শেদ। মা মােমেনা জাহান সমাজসেবক। উচ্চাঙ্গ সঙ্গীত ও লঘুসঙ্গীতে তালিম নেন কণ্ঠশিল্পী জনাব বশীর। আহমেদের কাছে। জীবনসঙ্গী সঙ্গীত পরিচালক, সুরকার জনাব মইনুল ইসলাম খান এর হাত ধরে সঙ্গীতের নিয়মিত অঙ্গনে পদার্পণ। ছােটবেলায়ই ডায়েরী, কবিতা, স্মৃতিকথা লেখার পাশাপাশি বন্ধদের পড়ার নােটও লিখে দিতেন শুধুই কাগজকলমকে ভালােবাসার প্রবলতায়। ভালােবাসেন। সুর , শিশু, বই, ফুল, বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে। সঙ্গীতে জাতীয় পুরস্কারসহ সব শাখায় পুরস্কার একাধিকবার পেলেও সর্বোচ্চ পুরস্কার মনে করেন শ্রোতাদের ভালােবাসাকে। তারই তার জনপ্রিয়তার আয়না। খ্যাতির বিড়ম্বনা বলে যে শব্দটি শিল্পীদের জীবনে আছে তাকে তিনি বলেন জনপ্রিয়তার ব্যারােমিটার। নিজেকে কণ্ঠশিল্পী হিসেবে না, একজন কণ্ঠশ্রমিক হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ তার। ব্যক্তি জীবনে পুত্র ফয়জুল ইসলাম খান ও কন্যা ফারিয়া ইসলাম খান এর গর্বিত। জননী। গান, লেখালেখি, বাগান করা, ছবি আঁকা, সেলাই করা এসব নিয়েই কাটে তার দিনমান।