প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
সৈয়দ আল ফারুক
জন্ম ১২ এপ্রিল লক্ষ্মীপুর জেলার টুমচর গ্রামে। বাবা : সৈয়দ বদরুল আলম, মা : জাকিয়া আলম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বিএ অনার্স, এমএ। নব্বইয়ের সাড়াজাগানাে ‘সাপ্তাহিক আকর্ষণ’ সম্পাদক, লন্ডন থেকে প্রকাশিত আন্তর্জাতিক ম্যাগাজিন ‘কারি লাইফ’-এর এশিয়া এডিটর ছিলেন দীর্ঘদিন। লেখক-সাংবাদিক-শিল্পীদের প্রতিষ্ঠান মূলধারা এবং ছােটদের লেখক-প্রকাশক-সংগঠকদের প্রতিষ্ঠান শিশুসাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি। উইলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। উড়েছেন, ঘুরেছেন এশিয়া, ইউরােপ, আমেরিকা, অস্ট্রেলিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে। পেয়েছেন পুরস্কার, হয়েছেন সংবর্ধিত। উল্লেখযােগ্য প্রাপ্তি : ডাকসু সাহিত্য পুরস্কার (১৯৮০), জিয়া স্মৃতি পুরস্কার (১৯৮২), জেনারেশন পুরস্কার (১৯৯০), নাট্যসভা সাহিত্য পুরস্কার (১৯৯০), শিশু-উন্নয়ন পুরস্কার (১৯৯৭), শিশু একাডেমী অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার (১৪০৪), কবি জীবনানন্দ দাশ সাহিত্য পুরস্কার (২০০৩), আইরিন আফসানা শিশুসাহিত্য পুরস্কার (২০০৩), নুরুল কাদের ফাউন্ডেশন পুরস্কার (২০০৩), এশিয়া এওয়ার্ড : বেস্ট বিজনেস ভেনচার অ্যান্ড ইন্টেলেকচুয়াল অব দ্য ইয়ার (২০১২), লক্ষ্মীপুর জেলা সাহিত্য পুরস্কার (২০১৪), সুনীল গঙ্গোপাধ্যায় স্মৃতি পুরস্কার (২০১৪)। একমাত্র পুত্র অরণ্য সৈয়দ ইউনিভার্সিটি অব লন্ডন থেকে হিস্ট্রি ও জার্নালিজমে অনার্স, আন্তর্জাতিক সম্পর্কে মাস্টার্স, বর্তমানে গবেষণা ও লেখালেখিতে ব্যস্ত। স্ত্রী বিশিষ্ট সংগীতশিল্পী ও প্রামাণ্য চিত্রনির্মাতা নাহিদ নাজিয়া। বসবাস প্রধানত ঢাকায় মাঝে-মধ্যে লন্ডনে কখনও-সখনও কোলকাতা।