প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
খসরু নোমান
Khosru Noman জন্ম ১৯৪৫ সালের ১০ সেপ্টেম্বর। পাবনা। বাংলাদেশ। ঢাকা শহরে বড় হয়েছেন। লেখাপড়াও ঢাকাতে। জেনারেল লাইনে পড়াশোনা করতে করতে হঠাৎ করেই চলচ্চিত্র শিল্পের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন। ঢাকা কলেজ থেকে কমার্সে ডিগ্রী করে সিমেনাটোগ্রাফিতে এম.ই.ডি করেন লাহোরের ন্যাশনাল ফিল্ম ইন্সটিটিউট থেকে। কর্মজীবন শুরু করেছিলেন চলচ্চিত্রে সহকারী পরিচালক হয়ে। তারপর একক পরিচালক হিসেবে একাধিক ছায়াছবি নির্মাণ করেছেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভূক্ত ‘এ’ গ্রেড স্ক্রিপ্ট রাইটার ছিলেন। ষাটের দশকের মাঝামাঝি সময় থেকে ঢাকার রেডিও, টেলিভিশন ও মঞ্চ নাটকে নিয়মিত অংশ গ্রহণ করেছেন। কিশোর কাল থেকে তিনি সাহিত্যচর্চা করতেন। ঢাকা ও বিলেতের বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লিখতেন। কয়েকটি সংবাদপত্রে তিনি সখের সাংবাদিকতাও করেছেন। সাপ্তাহিক ‘নতুন দিন’ এর সাথে দীর্ঘদিন যুক্ত ছিলেন। তিনি ছিলেন সাপ্তাহিক ‘পত্রিকা’র প্রতিষ্ঠাকালীন সম্পাদক। নব্বই দশকের শেষে বিলেতের টেলি মিডিয়ায় তিনি সম্পৃক্ত হয়েছিলেন। বিলেতের বাংলা টেলিভিশনের প্রাথমিক যুগে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকার অংশীদার। এদেশের বাংলা নাটকেও তিনি প্রতিভা ও দক্ষতার স্বাক্ষর রেখেছেন। একাত্তরের মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারী সাংস্কৃতিক ফ্রন্টের তিনি একজন নেতৃস্থানীয় কর্মী ছিলেন।