প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
শ্রীকুমুদনাথ মল্লিক
কুমুদনাথ মল্লিক ছিলেন লোকহিতবাদী লেখক। তাঁর এ গ্রন্থে রয়েছে সতীদাহের প্রকৃতি, তার উদ্ভাব, বিকাশ, অনুষ্ঠান ও বিলোপ সাধনের তথ্যভিত্তিক বিবরণ। এর মর্মে রয়েছে লেখকের আধুনিক-গবেষক-সুলভ অনুসন্ধিৎসা, অনুসন্ধান ও পদ্ধতি। সতীদাহ প্রথা, তার অনুষ্ঠান ও তার বিলোপ সম্পর্কে জানার জন্য এ গ্রন্থ মূল্যবান। কুমুদনাথের নদীয়া কাহিনী, শ্রীগৌরাঙ্গ, শ্রীচৈতন্য, বর্দ্ধমান কাহিনী, চাঁদমুখ ইত্যাদি গ্রন্থ জনপ্রিয় হয়েছিল এবং সুধীসমাজের দৃষ্টি আকর্ষণ করেছিল। কলকাতার তখনকার প্রায় সকল পত্রিকায় তাঁর গ্রন্থগুলো আলোচিত ও প্রশংসিত হয়েছিল। কিন্তু এখন তাঁর সম্পর্কে তথ্যাদি পাওয়া যায় না। ঢাকার বাংলা একাডেমির চরিতাভিধানে, কিংবা কলকাতার সংসদ বাংলা চরিতাভিধানে কুমুদনাথ মল্লিকের নাম নেই। অত্যন্ত প্রভাবশালী আর্যদর্শন পত্রিকার সম্পাদক যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণের নামও এই চরিতাভিধান দুটোতে নেই। এবার সতীদাহ গ্রন্থটি প্রকাশিত হওয়ার ফলে লেখক সম্পর্কে অনুসন্ধিৎসা ও অনুসন্ধান দেখা দিতে পারে।