Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Biplob Biprodas books

follower

বিপ্লব বিপ্রদাস

অজস্র রঙ আর অন্ধকারে সুতোর ভেতর জীবন ঢুকিয়ে কবি বিপ্লব বিপ্রদাস নিমগ্ন থাকেন তার সৃষ্টিতে। ১০ অক্টোবর ১৯৭৪ এ জন্ম নেয়া এই কবির প্রথম কবিতাগ্রন্থ 'বিষাক্ত পাতার কোরাস'। নিবিড় আত্মসখ্যতা, পরিব্রাজক মনস্তাত্ত্বিকতা এবং ক্রমাগত নিজ রক্তবীজে নির্মাণ-শরীর ছাড়া শরীর ওড়ার সূত্র। ব্যক্তি চিন্তা-বোধের সমীকরণ- সংকটের সুরোতহালে তুলে এনেছেন এক শীতার্ত হুইসেল, অনুভূতির বিস্তৃত খণ্ডচিত্র। বিষাক্ত পাতার দেহ থেকে নির্মোহ জীবন পদ্ধতি বেছে নিয়ে কবি বিপ্লব বিপ্রদাস প্রতিষ্ঠান বিরোধিতার পাটাতনে নিজেকে প্রবলচিত্তে মেলে ধরেছেন। অনাঘ্রাত মেঘের প্রলেপে অক্ষরের ছিপি খুলতে খুলতে লিখতে থাকেন- 'গলিত মোমের আখ্যান', 'রাঙতার রঙগুলো', 'হলুদ আখ্যানের প্রজাপতি', 'মেসোপটেমিয়া', 'লাক্ষাতুর', 'জল, তোমার নাম'সহ তেপ্পান্নটি কবিতার নির্ভেজাল শরীর। চিত্রকলায় স্নাতকোত্তর কবি বিপ্লব বিপ্রদাস। রঙতুলির অগ্নি-উৎসবে নিজেকে পোড়াতে পোড়াতে তাতানো রোদ্দুরে অক্ষরের শাসনলিপি সেঁটে দিয়ে যান প্রতিষ্ঠানবিরোধী ও সক্রিয় ছোটকাগজ 'দ্রষ্টব্য', 'করাতকল', 'শাব্দিক', 'অন্য' ও 'জঙশন' এর পৃষ্ঠা জুড়ে। 'দ্রষ্টব্য' ও 'করাতকল'র সম্পাদনার সাথে যুক্ত থেকে শিরদাঁড়া টানটান করে বাজারমুখিতার বিপরীতে নিজেকে সক্রিয় রেখেছেন প্রচণ্ডভাবে। একক অভিযাত্রায় প্রজ্ঞার বিস্তর ডানা মেলে কবিতার শিল্পরূপ-ভাষার শরীর-শব্দের গতি প্রকৃতি-প্রবাহমান সম্পর্কেরবিন্যাস-আত্মিক বিষয়বোধ-দুঃখ ও বেদনার বৈষম্য-স্বতন্ত্র-বৈশ্বিক চিত্রায়ন সচেতনভাবে কবি তুলে এনেছেন সম্ভ্রান্ত পাঠকের পবিত্র করকমলে। 'বিষাক্ত পাতার কোরাস' কবি বিপ্লব বিপ্রদাসের প্রথাবিরুদ্ধ জীবনের বিচ্ছিন্নতাবাদের এক শৈল্পিক পটচিত্র, যা-নিমগ্ন পাঠকের ভেতর ঘরে ভীষণ করাঘাতে ক্ষত-বিক্ষত আর রক্তাক্ত বিস্ফোরণ ঘটাতে থাকে। শাফি সমুদ্র কবি ও গল্পকার নির্বাহী সম্পাদক: করাতকল

বিপ্লব বিপ্রদাস এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed