প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মাহমুদ জামিল
লাল নীল উচ্ছলতায় ভরা শৈশব নিয়ে বড় হয়েছেন মাহমুদ জামিল। জন্ম টাঙ্গাইলে। ছোটবেলার প্রায় আধখানা সময় কেটেছে নানু আর ফুফুদের বাড়িতে। পাখির ছানার পেছন ছুটাছুটি আর মাছ ধরার নেশা নিয়ে। ডাংগুলি আর ঠুলুইকাঠি হাতে গুঁজে। বড় ফুফু আর নানার বাড়ি যাওয়ার রাস্তাটা ছিলো নদীর পাড় ঘেষে। কাশবন আর দন্তকলস ফুলের ঝাড় মাড়িয়ে। অন্য ফুফুর বাড়ি শালবনের পাহাড়ে। সেই নদী আর পাহাড়ের গন্ধভরা খুঁচরা দিনগুলো জমা রেখেছেন বুকপকেটে ভরে। তারাই এখনো উঁকি দেয়। খচখচানি দেয় নানা রকম সুরে। খলবল করে বেরুতে চায় তুলতুলে শব্দের ডানা চেপে। তাই লিখেন। বের করে আনেন ঝলমলে শৈশবকে। লিখেন অনেক যত্ন নিয়ে। ভালোবাসেন শিশুর মনোজগতে কল্পনার পালক চড়াতে। মাহমুদ জামিল ভালোবাসেন ঘুরতে। সুইজারল্যান্ড তার প্রিয় দেশ। পড়াশোনা করছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগে। চান বাঁচার জন্য বাঁচতে। আর জীবনভর লিখতে। লেখকের লেখা পড়ে মনে দুটি কথা জমলে জানাতে পারেন এই ঠিকানায়ঃ [email protected]