Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Emam Abul Hossain Muslim Ibnul Hazzaj books

followers

ইমাম আবুল হোসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ

তিনি হলেন আসাকিরুদ্দিন আবুল হাসান মুসলিম ইবনুল হাজ্জাজ ইবনে ওয়ারদ ইবনে কুশায আল কুশাইরী। জন্ম ও বাসস্থানের কারণে তাঁর স্বভাব চরিতে অনারবীয় ঘ্রাণ লাগলেও মূলত তিনি আরবের প্রসিদ্ধ গোত্র ‘কুশাইর’-এর সাথে সম্পৃক্ত। আর এ কারণেই তাকে কুশাইরী বলা হয়। তাঁর জন্ম ২০২/২০৬ হিজরীতে। আর তিনি ২৬১ হিজরিতে ৫৫ বছর বয়সে ইন্তেকাল করেন। মাত্র ১৪ বছর বয়স থেকেই তিনি হাদীস সংগ্রহে আত্মনিয়োগ করেন। সংখ্যাগরিষ্ঠ উলামায়ে আসলাফের মতে তাঁর রচিত মুসলিশ শরীফ বিশুদ্ধতার বিচারে সহীহ বুখারীর পর দ্বিতীয় স্থানে রয়েছে। যদিও কতিপয় বিদগ্ধ আলেমের মতে সংঘঠন ও পুনরাবৃত্তির দিক থেকে এটি বুখারীর চেয়ে উত্তম বলে বিবেচিত হয়। তবে এটি সিহাহ সিত্তার মধ্যে দ্বিতয়ি স্থানে অবস্থান করছে। ইমাম মুসলিম (র.) তাঁর বর্ণিত হাদীস গুলো ৪-৫ বর্ণনা কারীর মাধ্যমে স্বয়ং রাসূল @ থেকেই বর্ণনা করেছেন। যদিও এতে তিনজন বর্ণনা কারীর মাধ্যমে বর্ণিত কতিপয় হাদীসও রয়েছে। ইমাম মুসলিম (র.) ইমাম বুখারী (র.) ও তাঁর কতিপয় শায়েখের একান্ত স্নেহভাজন শাগরেদ ছিলেন। কিন্তু তিনি ইমাম বুখারী (র.) সূত্রে খুব বেশি হাদীস বর্ণনা করেননি।

ইমাম আবুল হোসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ এর বই সমূহ

(Showing 1 to 20 of 20 items)

Recently Viewed