প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মোহাম্মদ চউকরি
মােহামেদ চউকরি সাবঅল্টার্ন আরব লেখক মােহামেদ চউকরি উত্তর মরােক্কোর নাদোর শহরের কাছে বেনিশেকরে ১৫ জুলাই ১৯৩৫ সালে দুর্ভিক্ষের সময় জন্মেছিলেন। অল্প বয়েসেই এক হাশিসখাের দোকানীর কাছে তার বাবা তাকে মাসিক মাত্র ৩০ পেসােয় বন্ধক রাখেন। এগারাে বছর বয়সে অত্যাচারী পিতার কবল থেকে পালিয়ে কখনাে ডককর্মী, কখনাে চোরাকারবারী বা ক্যাফে বয় হিসেবে বেড়ে ওঠেন। বিশ বছর বয়েসে তিনি লেখাপড়া শুরু করেন। পরবর্তীকালে জঁ জনে, টেনিশি উইলিয়ামস, পল বৌলস তার বন্ধু হন। চউকরির উল্লেখযােগ্য বই তার আত্মজীবনীমূলক ট্রিলজি- ফর ব্রেড অ্যালােন, টাইম অব মিসটেকস অর স্ট্রিটওয়াইজ এবং ফেসেস। ত্রিশটি ভাষায় তার বই অনুবাদ হয়েছে। ১৫ নভেম্বর ২০০৩ সালে মােহামেদ চউকরি মৃত্যুবরণ করেন।