প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
রাজ্জাক সিকদার
রাজ্জাক সিকদার মূলত দ্রোহ, প্রেম ও প্রতিবাদের কবি। মানবজীবনের ব্যাপ্ত ক্যানভাসে তিনি প্রকৃতি, প্রেম, নিসর্গ ও মানুষের সংগ্রামমুখর যাপিত জীবন নিয়ে লিখতে ভালোবাসেন। প্রেম ও প্রতিবাদের উপজীবতায় লিখে যান সব অসাধারণ কবিতা। গণতন্ত্রের খোলসের ভেতর ঘাপটি মেরে থাকা হায়েনা শ্বাপদের মূল জ্বলে চোখ, বিষাক্ত নখদন্তের ভয়াল থাবায় ক্ষতবিক্ষত রক্তাক্ত জনপদের বিধ্বস্ত করুণ চিত্র উন্মোচিত তার কবিতার বিস্তর পটভূমিতে। সাম্যবাদ, মানবতাবাদ, মানবাধিকার রক্ষার প্রত্যয়ের পাশাপাশি নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে বজ্র কঠিন সোচ্চার তার লেখনী। বর্ণবাদবিরোধী সংগ্রামী চেতনা, বিশ্বশান্তি, বিশ্বভ্রাতৃত্ব বোধে প্রাণিত কবি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রক্ষিপ্ত শব্দ ও বাণীতে শাণিত কবিতা নির্মাণে সাহসী, সিদ্ধহস্ত, কালাতিক্রম্য আধুনিক। লেখকের স্বাধীনতা হরণকারী যেকোনো পদক্ষেপে তীব্র ক্ষোভ করে তার লেখায়। প্রতিবাদে গর্জে ওঠেন বারবার ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মান্ধতা, মৌলবাদ, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আজীবন সংগ্রামী কবির হৃদয়ে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ধর্মনিরপেক্ষ চেতনা অহর্নিশ প্রজ্বলিত। নারী স্বাধীনতা তথা নর-নারীর ব্যক্তিসত্তার পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী তিনি। সেক্সকে দেখেন নর-নারীর একান্ত সরল সুসমাময় মানবীয় বৃত্তিতে। মানবপ্রেমে হৃদয়ের রক্ত চুয়ানো কষ্টের মসি ঝরা কিছু অজর কবিতা স্থান পেয়েছে তার ‘কিংবদন্তির রাজকীয় প্রেম’ কাব্যগ্রন্থে। অনিবার্য মানবমুক্তির প্রশ্নে লেখনীতে পূর্ণ বাকস্বাধীনতায় নান্দনিক সৌন্দর্যের বহুমাত্রিক রূপকল্প সৃষ্টির মাধ্যমে পাঠককে তিনি সহজেই টেনে নিয়ে যান। দ্রোহ, প্রেম, নস্টালজিকতায় প্রবীভ‚ত এক স্বতন্ত্র কাব্যবোধের অতল গভীরে। তার কবিতার শব্দের শরীর জুড়ে থাকে সুন্দর ও সত্যের নির্মম মৃত্যুর কঠিন উচ্চারণের বিদীর্ণতা, হা-হা-কার...।