Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Abul Basar Ripon books

follower

আবুল বাসার রিপন

আবুল বাসার রিপন (রিপন বাসার) ১৯৭৪ সনের ৫ই জানুয়ারি গাজীপুর জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ছয় ভাই ও তিন বোনের মধ্যে তিনি ৬ষ্ঠ। ১৯৯০ সনে রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় হতে প্রথম বিভাগে এসএসসি এবং ১৯৯২ সনে ভাওয়াল বদরে আলম সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ হতে প্রথম বিভাগে এইচএসসি পাশ করেন। অতঃপর রাজশাহী বিআইটি (রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়)-তে যন্ত্রকৌশল বিভাগে ভর্তি হন। কিন্তু সাহিত্যের প্রতি অত্যধিক দুর্বলতার কারণে খুব অঙ্ক সময়ের মধ্যে লেখাপড়ার পাঠ চুকিয়ে নিজেকে পুরোপুরি সাহিত্য সাধনায় নিয়োজিত করেন। তিনি ১৯৮৫ হতে ১৯৯১ সন পর্যন্ত বিশ্বসাহিত্য কেন্দ্রের জাতীয়ভিত্তিক স্কুল ও কলেজ ছাত্র-ছাত্রীদের মানসিক উৎকর্ষ কার্যক্রমের আওতাধীন 'বইপড়া' কর্মসূচির সাথে সংযুক্ত ছিলেন এবং প্রতিটি মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করে পুরস্কৃত হন। তাঁর লিখিত প্রথম উপন্যাস দি রোমান্টিক জার্নি' (সমাপ্তি ১৯৯৭, প্রকাশকাল বইমেলা-২০০৫)। প্রকাশিত উপন্যাস: মিথুননাট্য' (বইমেলা-১৯৯৮), 'আনন্দদ্বীপ' (বইমেলা-২০০২) 'আবারো আনন্দদ্বীপ' (বইমেলা-২০০৫), 'পেপার পতিতা' (২০২১) এবং ১৯৯০ সনে এসএসসি পাশ করা সৃষ্টিশীল একশো কবি ও লেখককে নিয়ে "৯ শূন্যের প্রয়াস' নামে একটি সংকলন গ্রন্থের মূল দায়িত্ব পালন করেছেন।

আবুল বাসার রিপন এর বই সমূহ

(Showing 1 to 3 of 3 items)

Recently Viewed