প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
উইডন গ্রসমিথ
১৮৫৪ সালে জন্ম। একজন চিত্রকর হিসেবে কর্মজীবন শুরু করার উদ্দেশ্যে উইড এমিথ ‘স্নেড় ও অন্যান্য আর্ট স্কুলে শিক্ষা গ্রহণ করেন। গ্রভেনর গ্যালারী ও রয়্যাল এ্যাকাডেমীতে তিনি তাঁর চিত্রকর্মের প্রদর্শনীর আয়ােজন করেন। ১৮৮৫ সালে একটি থিয়েটার কোম্পানিতে যােগদান করার পর উইড়ন সৃমিথ রাজধানীর বাইরে দেশের সমগ্র এলাকা ও আমেরিকা সফর করেন এবং মিঃ পুটার’ জাতীয় চরিত্রে অভিনয় করে সুখ্যাতি অর্জন করেন। তাঁর লেখা উপন্যাস এ উওম্যান উইথ এ হিস্ট্রি ১৮৯৬ সালে প্রকাশিত হয় এবং তাঁর লেখা অনেক নাটকের ভেতর অত্যন্ত সুপরিচিত দ্য নাইট অব দ্য পার্টি ১৯০১ সালে প্রকাশিত হয়। তিনি কালক্রমে লন্ডনের টেরিজ থিয়েটারের দায়িত্বভার গ্রহণ করেন। এই থিয়েটারে এবং অন্যান্য জায়গায় ১৯১৭ সাল পর্যন্ত তিনি বিভিন্ন চরিত্রে অভিনয় করেন। ১৯১৯ সালে তিনি লন্ডনে মৃত্যুবরণ করেন।