প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
ইমরে কারতেশজ
ইমরে কারতেশূজের জন্ম ১৯২৯ সালের ৯ নভেম্বর, বুদাপেস্টে। ইহুদি হওয়ার কারণে ১৯৪৪ সালে কুখ্যাত নির্যাতন কেন্দ্র অসভিৎসে পাঠানাে হয় তাকে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় বুখেওয়ার্ল্ডে। প্রথম উপন্যাস ফেটলেসনেস-এ উঠে আসে এই দুই নির্যাতন কেন্দ্রের বীভৎস অভিজ্ঞতা। এ উপন্যাসের ব্যাপারে পাঠক আর সমালােচক মহলের শীতল প্রতিক্রিয়া উঠে আসে ১৯৮৮ সালে লেখা ফিয়াসকো উপন্যাসে। ১৯৯৭ সালে লেখেন কাদ্দিশ ফর আ চাইল্ড নট বর্ন। এই তিনটিকে ত্রয়ী উপন্যাস হিসেবে গণ্য করা হয়। তার অন্যান্য সৃষ্টিকর্ম: দ্য পাথফাইন্ডার (১৯৭৭), দ্য ইংলিশ ফ্ল্যাগ (১৯৯১)। ২০০২ সালে তিনি সাহিত্যে নােবেল পুরস্কার পান।