প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
আসনে সিয়েরস্ট্যাড
আসনে সিয়েরস্ট্যাড নরওয়ের সাংবাদিক। জন্ম ১৯৭০ সালে। অসলাে বিশ্ববিদ্যালয়ে রাশিয়ান, স্প্যানিশ ও দর্শন পড়েছেন। ১৯৯৩ ও ১৯৯৬ সালে যুদ্ধ-সংবাদদাতার কাজ করেছেন রাশিয়ায়, ১৯৯৭ সালে চীনে। ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত নরওয়ে টিভির সংবাদদাতা হিসেবে কসােভােতে দায়িত্ব পালন করেন। ২০০০ সালে প্রকাশিত হয় দেয়াল ঠেকা পিঠ; সার্বিয়ার চিত্রমালা। ২০০১ সালের হেমন্তে নরওয়ের কয়েকটি সংবাদপত্রের প্রতিনিধি হিসেবে কাজ করতে আসেন আফগানিস্তানে। আফগানিস্তানের অভিজ্ঞতা নিয়েই লেখা কাবুলের গ্রন্থাবণিক। এ বইটি বিশ্বের সর্বাধিক বিক্রিত বইয়ের একটি। এ যাবত সাতাশটি ভাষায় অনূদিত । ২০০৩ সালের জানুয়ারিতে তিনি দশ দিনের ভিসা নিয়ে বাগদাদ যান, থাকেন তিন মাসেরও বেশি। এ যুদ্ধের চালচিত্র ধারণ করে আছে তাঁর সদ্য প্রকাশিত গ্রন্থ: বাগদাদে একশ এক দিন। আনে সিয়েরস্ট্যাড সাংবাদিকতার জন্যে অনেক পুরস্কারও পেয়েছেন।