প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
ভিনসেন্ট ভ্যান গঘ
ভিনসেন্ট ভ্যান গগ, আধুনিক শিল্পের অন্যতম পুরােধা ১৮৫৩ সালের ৩০ মার্চ হল্যান্ডের জুন্ডার্টে জন্মগ্রহণ করেছিলেন। শুধু আধুনিক শিল্পের নয় অতীতকালের শিল্প-সাহিত্য জগৎ সম্পর্কেও ভ্যান গগের প্রচুর জ্ঞান ছিল। নিজের মননে সব কিছুর সম্মিলন ঘটিয়ে, নিজের প্রতিভায় তাকে জারিত করে নিয়ে তিনি শিল্প জগতে এক নতুন পথের সন্ধান দিয়ে গেছেন বলেছেন, 'আমার শিল্পকর্ম বিদ্যমান কোনাে মতবাদকে সন্তুষ্ট করার জন্য নয়, আমার কথা আমার মতো করেই আমি বলে যাব। আবার বলেছেন, কোনাে বিশেষ চিন্তায় আবদ্ধ থাকা সম্ভব হবে না আমার। বড় শিল্পী হওয়া সহজ কথা নয়নিজের কাজের প্রতি সেই কঠিন দায়বদ্ধতা এবং সততা থেকে তিনি কখনাে বিচ্যুত হননি। আর সেজন্য তাকে প্রচুর মূল্যও দিতে হয়েছে। মানসিক বিপর্যয়ে আক্রান্ত হয়ে মাত্র সাইত্রিশ বছর বয়সে ১৮৯০ সালের ২৯ জুলাই ফ্রান্সের প্যারিসের অভার্সে ভ্যান গগ আত্মঘাতী হয়েছিলেন। যার পেছনে অনেক বড় কষ্ট ছিল। যদিও জীবন যে সহজ নয় একথা অনেক আগেই তার জানা হয়ে গিয়েছিল। প্রথম দিকের একটি চিঠিতে থিওকে লিখেছিলেন, কোনাে একটি বিশ্বাসে শক্তি, সান্তনা না পেলে জীবন অবশ্যই খুব কঠিন হয়ে দাঁড়ায়। আবার মৃত্যুর কয়েক সপ্তাহ আগেই বলেছিলেন, “এখনও আমি শিল্পকে, জীবনকে খুব বেশি ভালােবাসি।”