Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

A N M Ahsanul Haq Milon books

followers

আ ন ম এহছানুল হক মিলন

ড. আবু নছর মুহাম্মদ এহছানুল হক মিলন, জন্ম ০১ জানুয়ারি, ১৯৫৭ "৬০-এর দশক, তেজগাঁও কৃষি খামারের মধ্যে, জাতীয় সংসদ ভবন সংলগ্ন খো বাগানস্থ ঢাকা ফার্ম ইসলামিয়া প্রাথমিক বিদ্যালয় (আজকের রাজধানী উচ্চ বিদ্যাল থেকে প্রাথমিক, এরপর মোহাম্মদপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় ও পরে কেন্দ্র সরকারি উচ্চ বালক বিদ্যালয় (এখনকার শেরে বাংলা নগর সরকারী উচ্চ বাল বিদ্যালয়) থেকে ১৯৭২ সালে মাধ্যমিক ও ১৯৭৪ সালে 'ইন্টারমেডিয়েট টেকনিক্য কলেজ (বর্তমানে সরকারী বিজ্ঞান কলেজ, ঢাকা) থেকে ১৯৭৫ সালে অনুস্থি পরীক্ষায় উচ্চ মাধ্যমিক শেষ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়নে স্নাতক (সম্মান সহায়ক বিষয় ছিল পদার্থ ও গণিত। পরবর্তীতে New York Institute, Technology থেকে M.B.A. (Major in International Marketin করার পাশাপাশি Brooklyn College Borough of Manhatta Community College এ Adjunct Lecturer Super Far Pharmaceutical Industry Inc, Central Islip, Long Island, NY. Chemist ছিলেন। 1995 সালে Cloverdale Inc. NY এর Vice President-এর পদ থো অব্যাহতি নিয়ে দেশে ফিরে ১৯৯৬ সালে ৭ম ও ২০০১ সালে ৮ম জাতীয় সংস নির্বাচনে ২৬০, চাঁদপুর ১, কচুয়া আসন থেকে পরপর দু'বার সংসদ সদস্য নির্বাচি হন। ২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে আদালত কর্তৃক প্রতিপক্ষকে অনৈ ঘোষণার পরেও সংসদে যোগদান করতে পারেননি। তিনি বাংলাদেশ জাতীয় ভলিবল দলের খেলোয়াড় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু ছিলেন ১৯৭৮-৭৯ শিক্ষাবর্ষে ফজলুল হক মুসলিম হল ছাত্র সংসদের নির্বাচিত ক্রীড়া সম্পাদ (জাসদ-ছাত্রলীগ সমর্থিত) এবং ১৯৭৯-৮০ ও ১৯৮০-৮১ শিক্ষাবর্ষে পরপর দুইব ভিপি নির্বাচিত হন (বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে)। তিনি প্রেসিডে জিয়াউর রহমানের আহ্বানে ছাত্রদল-এর প্রতিষ্ঠালগ্নে কেন্দ্রীয় ২১ সদস্য বিশি আহ্বায়ক কমিটির কনিষ্ঠতম সদস্য ছিলেন। পরবর্তীতে প্রেসিডেন্ট জিয়ার শাহাদ বরণের পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কোষাধ্যক্ষ ছিলেন ১৯৮২ সালে উচ্চ শিক্ষার্থে মার্কিন যুক্তরাষ্ট্রে গমন করেন এবং সেখানে অবস্থানকা যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী দলের আহ্বায়ক ও পরবর্তীতে সাধারণ সম্পাদকের দায়ি পালন করেন। ১৯৯৩ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনোনীত হন। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সফলতার সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদে সরকারের শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

আ ন ম এহছানুল হক মিলন এর বই সমূহ

(Showing 1 to 6 of 6 items)

Recently Viewed