প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
মোঃ আতাউর রহমান
জন্ম : ১৯৫৭ সালে চলনবিল অধ্যুষিত নাটোর মহকুমার সিংড়া থানার কৈগ্রামে। পিতা : মরহুম হাজী রহিমুল্লাহ প্রামাণিক এবং মাতা : মরহুমা গুলজান বিবি। একাত্তরের অসহযোগ আন্দোলন, প্রতিরোধ ও সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে যোগদান। নাটোর জেলার মুক্তিযোদ্ধাদের প্রথম ‘বেসামরিক গেজেট’ প্রণয়নে জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন। বাংলার স্থানীয় ইতিহাসের ওপর তাঁর লেখা দেশি ও বিদেশি আঞ্চলিক কাগজে এবং ড. মো. মকসুদুর রহমানের সম্পাদনায় নাটোরের গৌরব গ্রন্থে প্রকাশিত। এছাড়াও তাঁর লেখা সর্বজনীন শিক্ষা ও ভাবনা শীর্ষক ১০টিরও বেশি গবেষণা প্রবন্ধ স্থানীয় দৈনিক ‘উত্তর বঙ্গবার্তা’ পত্রিকায় প্রকাশিত। জাতীয় ‘শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী’ (২০০২), বাংলাদেশ কবিতা সংসদ পাবনা ‘বাংলা সাহিত্য পদক’ (১৪১০ বঙ্গাব্দ), ‘নাটোর জেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক’ (২০০৪), মুক্তিযুদ্ধে বিশেষ অবদানস্বরূপ বগুড়া পূন্ড্রবর্ধণ সাহিত্য কল্যাণ পরিষদ ‘স্বর্ণ পদক’ (২০০৭), সাপ্তাহিক নাটোর বার্তা হাজেরা—নবির স্মৃতি ‘সমাজ উন্নয়ন কর্মী’ (২০১০) স্বীকৃতি ও সম্মাননা অর্জন। তিনি বি.টি.এফ.ও—এর সেনা শাখায় ‘সেকেন্ড লেফটেন্যান্ট’ পদে কমিশন লাভ করেন। বিভিন্ন সরকারি কলেজ ও মাউশি অধিদপ্তরে চাকরি শেষে ২০১৭ সালে তিনি নাটোর নবাব সিরাজ উদ্—দৌলা সরকারি কলেজ থেকে ‘উপাধ্যক্ষ’ পদে অবসর গ্রহণ করেন। সৃষ্টিশীল কাজের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা, সেকেন্ড লেফটেন্যান্ট, উপাধ্যক্ষ মোঃ আতাউর রহমান একজন কৃতি ব্যক্তিত্ব। নিরপেক্ষভাবে বিচার করলে গ্রন্থকারের দূরদর্শিতা, সৎ সাহস সুধীমহলে প্রশংসার দাবি রাখে।