প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
শেখ ওয়াহিদুর রহমান
লােককবি শেখ ওয়াহিদুর রহমান (১৯৩৯) গানের জগতে জনশ্রুত একটি নাম, এ-কথা বলা যায় না। এর কারণ হলাে, তার অনেক গান আমরা শুনি কিন্তু গীতিকারের নাম অনুল্লেখ থাকায়, তা জানার আমাদের কোনাে সুযােগ থাকে না। অনেক ক্ষেত্রে বুঝেই বলা হয় গীতিকার অজ্ঞাত। কবি শেখ ওয়াহিদ ব্যাপকার্থে পরিচিত না হলেও অজ্ঞাত নন। সহজ-সরল কথায় গান রচনা করে ইতােমধ্যে তিনি ‘বাউল’ খ্যাতি অর্জন করেছেন। তিনি রচনা করেছেন বিচিত্র ঘরানার গান; এ-অর্থে বলা যায় তাঁর গানের বৈচিত্র্যক তুলনারহিত। তাঁর জন্ম ও বাল্য-কৈশাের কেটেছে সিলেটের বিয়ানীবাজার উপজেলার নির্জন গ্রামে। ফলে তাঁর রচিত আঞ্চলিক গানে পাওয়া যায় সে-মাটির রূপ-রস-গন্ধ এবং সংস্কৃতির প্রকৃতি ও বৈশিষ্ট্যের নির্যাস। তাছাড়াও তিনি লিখেছেন পল্লিগীতি, ভাটিয়ালি, গণসঙ্গীত, মরমি, আধ্যাত্মিক ও শাক্ত পদাবলি। শেখ ওয়াহিদের গান শুনে ও পাঠ করে সহজেই বােঝা যায়, তিনি এ লােক-বাংলার সাধারণ মানুষেরই প্রতিনিধি। প্রচলিত আচারিক ধর্ম, নীতি ও শাস্ত্রানুগত্যকে অস্বীকার করে তিনি লালন করেন নিজস্ব এক ধর্মবােধ। এজন্য সাম্প্রদায়িকতা ও উগ্রতার বিপক্ষে এবং মানবতা ও অসাম্প্রদায়িক সমাজ নির্মাণের আকাঙ্ক্ষায় তার অবস্থান সুস্পষ্ট। উল্লেখ্য যে, শেখ ওয়াহিদ জীবনের উপান্তে পৌঁছে গেলেও সৃজনকর্মে এখনাে সচল ও সক্রিয়।