প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
এন. এস. নওরোজ জাহান
এন. এস. নওরোজ জাহান জন্ম ১৯৪৯ সালের ১৯ নভেম্বর, বাকেরগঞ্জ জেলার পারশিবপুর গ্রামে; মাতুলালয়ে। পিতা মরহুম ডাঃ এসকান্দার আলী ও মাতা মরহুমা জোবায়দা আলী। তিনি ৮০-র দশকে সানবীম নার্সারি এন্ড মিহল স্কুলের প্রিন্সিপাল ছিলেন। পুষ্পপ্রেমিক লেখিকা পেশায় সাংবাদিক। ষাট দশক থেকেই লেখালেখি করেন। তিনি পটুয়াখালী জেলার সাংস্কৃতিক অঙ্গনে নারী জাগরণের পথিকৃত। তিনি পটুয়াখালী নাট্যজগতের প্রথম মহিলা নাট্যশিল্পী । তিনি লায়ন্স ইন্টারন্যাশনাল ঢাকা জেলা ৩১৫ এ’র ডাইরেক্টর ও কো-চেয়ারম্যান ও বনানী লিও ক্লাবের স্পন্সর ছিলেন। নওরোজ জাহান বাংলা একাডেমী ও এশিয়াটিক সোসাইটির জীবন সদস্য ও সাব এডিটর কাউন্সিলের নির্বাহী সদস্য। তাঁর প্রথম লেখা 'রক্তে লেখা একুশে ফেব্রুয়ারী (১৯৬৭) প্রকাশিত হয় বরিশালের মাসিক খাদেম-এ। নওরোজ জাহানের প্রথম প্রকাশিত গ্রন্থ 'ফুলের জলসায় (১৯৯৬)। বাংলাদেশ এশিয়াটিক সোসাইট থেকে প্রকাশিত হয়েছে A Field Guide to Bangladeshi Flower (২০০৫)। নওরোজ জাহানের স্বামী এম. এ. মজিদ মিয়া, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা। তাঁর দুই সন্তান, কন্যা যুক্তরাষ্ট্রের টেক্সাস এ এন্ড এম ইউনিভার্সিটির স্নাতক ফারাহ সাদধা মজিদ বর্তমানে যুক্তরাষ্ট্রের নোকিয়ার ইঞ্জিনিয়ার ও ছেলে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রকৌশলী তানভীর এহ্সান তারিক বর্তমানে মটরোলা'র ইঞ্জিনিয়ার।