প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
জুন্নুন মিশরী
এ.বি.এম. জুভান মিশতী টিউন, পিতা মো. গোলাম মোস্তফ্য মাস্টার, মাতা মোস্তা, হাসিনা মোস্তফা, গ্রাম কুরিপাড়া, ডাকঘর কোলকোন্দ, থানা গঙ্গাচড়া, জেলা রংপুর। তিনি ১৯৭৩ সালের ২ মার্চ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই ধর্মভীরু। ২০০১ সালে সরকারি কারমাইকেল কলেজ, রংপুর থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০১০ সালে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে উচ্চতর ডিপ্লোমা অর্জন করেন ২০১১ জানে নিজ মেকি করেন কবি জান পাঠাগার ২০১২ সালে বাংলাদেশ প্রস্তুতির সমিতির আজীবন সদস্যপদ অর্জন করেন। ২০১৩ সালে ইবেক সংসদ, রংপুর, বাংলা একাডেমির সদসা ও এর আজীবন সদস্য হন। ইতোপূর্বে তার রচিত কমনা সিঁড়ি, বন্দির পুন্নত, চৈতন্য ভালোবাসা', 'মর্ত্যরেন কোরানীও ২০০ বই দিয়্যার ছড়া হিয়ার পন্ন' প্রকাশিত হয়।