প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
কিশোর আলো
কিশোর আলো দৈনিক প্রথম আলো পত্রিকা থেকে প্রকাশিত একটি নিয়মিত কিশোর ম্যাগাজিন। ২০১৩ সালের ১লা অক্টোবর থেকে যাত্রা শুরু করে ম্যাগাজিনটি। শুরু থেকেই তুমুল জনপ্রিয়তা অর্জন করা এ ম্যাগাজিনের সম্পাদক বিশিষ্ট কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, লেখক এবং সাংবাদিক আনিসুল হক। বাংলাদেশের শিশু-কিশোরদের লেখাপড়ার পাশাপাশি একটি ভিন্ন জগতের সাথে পরিচিত করিয়ে দেয়াই কিশোর আলোর মূল লক্ষ্য ও উদ্দেশ্য। কিশোর আলো এর বই সমূহ-তে থাকে বিখ্যাত লেখকদের গল্প-উপন্যাস, কবিতা, চিঠিপত্র, বিচিত্র ঘটনাবলী, ছবি, সাম্প্রতিক ঘটনা-নির্ভর তথ্য, কার্টুন, কমিক্স, গেমসসহ অন্যান্য শিশু-কিশোর উপযোগী কন্টেন্ট। কিশোরদের পাঠ্যাভ্যাস গড়ে তোলার পাশাপাশি তাদের সৃজনশীলতাকে প্রণোদিত করতে কিশোরদেরও লেখক হবার সুযোগ করে দেয় কিশোর আলো। কিশোররা চাইলে নিজেদের লেখা গল্প, আঁকা ছবি কিংবা অভিজ্ঞতা লিখে পাঠাতে পারে কিশোর-আলো ম্যাগাজিনে। সারা দেশে কিশোর আলোর প্রায় ৫৫টি বুক ক্লাব রয়েছে। কিশোর-কিশোরীরা এই ক্লাবের সদস্য হয়ে নিয়মিত বই পড়া ও আদান-প্রদান করার, লেখালেখি এবং নতুন বন্ধু বানানোর সুযোগ পায়। এছাড়াও কিশোর আলো বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করছে ছেলেমেয়েদের। ‘কিশোর আলো ফিল্ম এন্ড ফটোগ্রাফি ক্লাব’ নামে একটি ক্লাবও প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে কিশোর-কিশোরীরা একত্রে ছবি তোলা শেখা, স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণসহ নানা রকম সৃজনশীল কাজ করছে। কিশোর বয়সটা সংবেদনশীল। এ সময়টা নিজেদের গড়ে তোলার সবচেয়ে মোক্ষম সময়। নতুন কিছু জানার, নতুন কিছু করার কিংবা স্বপ্ন দেখার বয়স এটাই। তাই কিশোর আলোর স্লোগান- “আমার পৃথিবী অনেক বড়”। স্কুল-কলেজপড়ুয়া কিশোরদের চিন্তাভাবনা বিকশিত করায় অবদান রাখতেই কিশোর আলো এর বই হাজির হচ্ছে নিত্যনতুন কন্টেন্ট নিয়ে। প্রতি মাসে তারা চলমান ঘটনা, কোনো গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে বিশেষ রচনা বা কন্টেন্ট প্রকাশ করে। এছাড়াও, ঈদসংখ্যা, গ্রাহক প্যাকেজ এবং সময়ে সময়ে বিশেষ সংখ্যা প্রকাশ করে থাকে ম্যাগাজিনটি।