প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
অধীর বিশ্বাস
জন্ম এখনকার বাংলাদেশের জেলা যশােরে। গ্রাম মাগুরা, নদীর নাম নবগঙ্গা। গ্রাম থেকে একটু দূরে আর এক নদী মধুমতী। তার কূলেই সাতদোয়ার শ্মশান। ওই মধুমতীর কূলেই মায়ের শেষ বারের মতাে শায়িত শরীর প্রজ্বলিত আগুনের শিখায় আকাশের কাছে পাঠিয়ে দেশত্যাগ অধীরের। সীমানা পার হয়েছেন ১৯৬৭ সালে। আর নদী মধুমতীর কূল থেকে আকাশের দিকে হা-হা যাত্রা-করা আগুনের শিখা সম্বল করেই লেখালিখি শুরু ১৯৭৬ সালে। সম্বল বলতে শুধুমাত্র মা- শেষ বারের মতাে দেখা মায়ের আলতারাঙা পা। মায়ের সেই আলতারাঙা পা ছোঁয়ার ইচ্ছেয় এক একবার ফিরে তাকানাে নিয়ে তাঁর একটি একটি লেখা। লেখার সংকলন।