প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
চঞ্চল আশরাফ
জন্ম ১২ জানুয়ারি, ১৯৬৯, ফেনী । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর। উলেখযােগ্য গ্রন্থ : কবিতা- অসমাপ্ত শিরদাঁড়া (১৯৯৬), ও-মুদ্রা রহস্যে মেশে (২০০২), গােপনতাকামী আগুনের প্রকাশ্য রেখাগুলাে (২০০৮), খুব গান হলাে, চলাে (২০১২), কবিতাসংগ্রহ (২০১৬), গল্প- সেই স্বপ্ন, যেখানে মানুষের মৃত্যু ঘটে (২০০৭), কোথাও না অথচ সবখানে (২০১৩), উপন্যাস- যে মৎস্যনারী। (২০১১), প্রবন্ধ- কবিতার সৌন্দর্য ও অন্যান্য বিবেচনা (২০১১), স্মৃতি আমার হুমায়ুন আজাদ (২০১০)