প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
ডা. নুরুল ইসলাম
প্রফেসর নুরুল ইসলাম ১৯৫৫ থেকে ১৯৭৫ পর্যন্ত পরম্পরাগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক, পাকিস্তান ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট ইকনােমিক্স (পরবর্তী সময়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ)-এর পরিচালক ও সদ্যজাত বাংলাদেশ পরিকল্পনা কমিশনের প্রথম ডেপুটি চেয়ারম্যান ছিলেন। ১৯৭৫ সালের পরে তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির সেন্ট এন্টোনিজ কলেজের ফেলাে, জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার সহকারী মহাপরিচালক, এবং ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের উপদেষ্টা ও পরে এমিরিটাস ফেলাে ছিলেন। তিনি সফরকারী শিক্ষাব্রিদ হিসেবে ইয়েল ও কেমব্রিজ ইউনিভার্সিটি, লন্ডন ও নেদারল্যান্ডসের স্কুল অব ইকনােমিক্সে শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘের কমিটি অব ডেভেলপমেন্ট প্ল্যানিং পলিসির প্রথমে সদস্য ও পরে চেয়ারম্যান নিযুক্ত হন। তিনি ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, খাদ্য নিরাপত্তা এবং জনস্বার্থ-সংশ্লিষ্ট নীতিমালা ইত্যাদি বিষয়ে প্রচুর লেখালেখি করেছেন। তাঁর প্রকাশিত বইয়ের মধ্যে আছে ডেভেলপমেন্ট প্ল্যানিং ইন বাংলাদেশ: এ স্টাডি ইন পলিটিক্যাল ইকনােমি (ইউপিএল, ১৯৭৯, পুনর্মুদ্রণ, ১৯৯৩); ডেভেলপমেন্ট স্ট্রাটেজি অব বাংলাদেশ (পারগামন, ১৯৭৮); ফুডগ্রেইন প্রাইস স্ট্যাবিলাইজেশন ইন ডেভেলপিং কান্ট্রিজ: ইস্যুজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস ইন এশিয়া (আইএফপিআরআই, ১৯৯৬); এবং এক্সপ্লোরেশন ইন ডেভেলপমেন্ট ইস্যুজ: সিলেক্টেড আর্টিকেলস অব নুরুল ইসলাম (আশগেট, ২০০৩)।