প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
হোসনে আরা আলম
জন্ম: ২১ ফাল্গুন, ১৩৪৮ সিরাজগঞ্জ জেলার সাজাদপুরে। শিক্ষা: চট্টগ্রাম অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৫৭ সালে ম্যাট্রিক পাশ করে যথাক্রমে রাজশাহী মহিলা মহাবিদ্যালয় এবং পাবনা। এডওয়ার্ড কলেজে অধ্যয়ন। বি.এড. ট্রেনিং ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে। পেশা: শিক্ষকতা থেকে অবসর। শখ: লেখালেখি । ছােটবেলা থেকে দৈনিক সংবাদের খেলাঘর এবং ভারতীয় শিশু পত্রিকা, পরবর্তীতে বিভিন্ন সাময়িকী ও পত্রিকায় গল্প, কবিতা লেখেন। লেখকের অন্যান্য বই: অনূদিত স্বপ্ন (গল্পগ্রন্থ)। সােনার পালকি (গল্পগ্রন্থ) অচিনপুরে সাগর দ্বীপে (শিশুতােষ উপন্যাস), অবিনশ্বর (উপন্যাস), লাল কাপাসের। কান্না, চর মেঘনামতী (উপন্যাস), গুপ্তধনের সন্ধানে, উখিয়ার পাহাড়ে (শিশুতােষ উপন্যাস) গল্পকথা (শিশুতােষ গল্প)