প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
মায়মুনা লীনা
মায়মুনা লীনা। ১৩ জুলাই ১৯৮২ সালে জন্ম নােয়াখালীতে। পড়াশােনার বিষয় গণিত হলেও সাহিত্যাঙ্গনে তার বিচরণ বেশ স্বতস্ফুর্ত। প্রথম উপন্যাস ‘খেয়ালী’তেই ব্যাপক সফলতা কুড়িয়েছেন। প্রথম আলাে বন্ধুসভার অন্যতম বন্ধু, লিখিয়ে ও একনিষ্ঠ সংগঠক ছিলেন। কাজ করেছেন বন্ধুসভা নােয়াখালী জেলা শাখার সাহিত্য সম্পাদক হিসেবে। বাংলাদেশ এস্ট্রনমিক্যাল এসােসিয়েশন-এর নােয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। বিভিন্ন দৈনিক পত্রিকা ও ম্যাগাজিন-এ প্রবন্ধ, গল্প, ছােটগল্প, অনুগল্প, ফিচার ইত্যাদি লেখার পাশাপাশি কয়েকটা লিটল ম্যাগাজিন ও সাহিত্য-পত্রিকা সম্পাদনার কাজও করেছেন। এছাড়া তিনি একজন হােমিও চিকিৎসক। ব্যাক্তিগত জীবনে নিত্য-সহচর হিসেবে আছেন মােহাম্মদ আরিফুল হক- লেখালেখিতে সমৃদ্ধি অর্জন ও ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে যার ভুমিকা প্রগাঢ়।