প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
অলীন বাসার
২০০৭ সালে জন্ম অলীন বাসারের। এ-বছর সে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম ছাত্র। ২০১৫ সালে যখন প্রথম বই প্রকাশ হয় তখন সে প্রথম শ্রেণির ছাত্র। বয়স তখন মাত্র ৭। সে-সময় অলীন দেশের অত্যন্ত খুদে গ্রন্থ লেখক হিসেবে পরিচিতি পেয়েছে। তার এখনও অনেক গল্প আছে অপ্রকাশিত। প্রতিনিয়ত গল্পের বিষয়, ভাষা আর বাক্যের গঠন শৈলী নিয়ে ভাবছে অলীন বাসার। উন্নত করার চেষ্টা করছে। ছোটগল্পের সঙ্গে লিখছে বড় গল্পও। মাঝে মাঝে লিখছে কবিতা। লেখা আর পড়া এখন তার নেশা, শখ, বিনোদন- সব। শুধু বই লেখাই নয়, অলীন একটি পত্রিকারও সম্পাদক। শান্তশিষ্ট নামের শিশুতোষ পত্রিকা অবশ্য বের হয় হাতে লিখে। শৈশব থেকেই রাতে গল্প না শোনালে ঘুমাতে চাইত না অলীন। বাবা রফিকুল বাশার আর মা নাজনিন আক্তারের কাছে তার আজব আবদার, ‘এমন গল্প বলো যা তুমি কখনো শোনোনি, কখনো পড়োনি। কিন্তু নিজে বানিয়ে বানিয়ে বলবে না!’ ইতিমধ্যে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১২ পেরিয়েছে।