প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
খন্দকার মাজহারুল করিম
খন্দকার মজহারুল করিম ১৯৫৪ সালের ১৭মে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মরহুম খন্দকার আবদুল মজিদ ও মা রহিমা খাতুনের দ্বিতীয় সন্তান। তাঁর স্থায়ী নিবাস প্যারীমােহন সড়ক, নাজির শংকরপুর, যশাের। অর্থনীতিতে বি.এ. সম্মান (রাজশাহী বিশ্ববিদ্যালয়) ও এম.এস.এস. ডিগ্রি লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সংবাদপত্রে গল্প-কবিতা দিয়ে লেখালিখি শুরু ৮ বছর বয়সে। দৈনিক বাংলার মুখ পত্রিকার সাবএডিটর হিসেবে পেশাগত জীবনের শুরু। পরে সাব-এডিটর, ভারপ্রাপ্ত নিউজ এডিটর ও ফিচার এডিটর হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক গনকণ্ঠে। দৈনিক বাংলা ও দৈনিক বার্তায় কলাম লিখেছেন ১৯৭৭ সাল থেকে বন্ধ হবার পূর্ব পর্যন্ত। নিয়মিত কলামিস্ট হিসেবে আজকের কাগজ গ্রুপে যােগ দেন ১৯৯১ সালে। এখন ফ্রিল্যান্স কলামিস্ট; লেখেন ইত্তেফাক, আজকের কাগজ, ভােরের কাগজ, সংবাদ, বাংলাবাজার পত্রিকাসহ বেশ কিছু সংখ্যক পত্রিকায়। প্রথম উপন্যাস ‘সেই চোখ’ প্রকাশিত হয় ১৯৭৭ সালে। এ-যাবত প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৪৬। বেতারটেলিভিশনের জন্যে নাটক লিখেছেন। তাঁর শখ ছবি আঁকা, গান শােনা আর ভ্রমণ । বেশ কয়েকটি রাষ্ট্রীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে সেবামূলক কর্মে জড়িত আছেন। স্ত্রী মিলা মাহফুজা একজন লেখক। দুই ছেলে তাঁদের। পেশাগত জীবনে খন্দকার মজহারুল করিম বর্তমানে জ্বালানী তেল বিপণন প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানীর সেলস্ কো-অর্ডিনেটর হিসেবে। দায়িত্ব পালন করছেন।