প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
জিনাত নাজিয়া
বাংলা সাহিত্যের অনন্য সাধারণ সমাজ সচেতন। কথাসাহিত্যিক জিনাত নাজিয়ার সাংস্কৃতিক অঙ্গনে ঘোরাফেরা সেই ছােটবেলা থেকে। তাঁর লেখা উপন্যাস, ছােটগল্প, ফিচার, অনুকথা, ভ্রমণকাহিনি ও রেসিপি বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাকি পত্রিকায় নিয়মিত প্রকাশিত হচ্ছে।। তিনি প্রথম আলাে বন্ধুসভার একজন সক্রিয় সদস্য। পাশাপাশি বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উপদেষ্টামণ্ডলীর সম্মানিত সদস্য। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে উপন্যাস : ‘তবুও গােধূলী বেলা’ (২০১১), মেঘ বৃষ্টি ঝড়’ (২০১২) এবং সাড়া জাগানাে রান্না বিষয়ক গ্রন্থ ‘আধুনিক সব রান্না’ (২০১৪)। পারিবারিক জীবনে তাঁর স্বামী এ.বি. সিদ্দিক একজন সরকারি কর্মকর্তা। একমাত্র ছেলে ইসমাঈন শাওন। কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং মেয়ে জেনিফার সিদ্দিক লীরা একটি এন.জি.ও-তে অস্ট্রেলিয়ায় কর্মরত। 'এদের নিয়েই তাঁর সুখের সংসার। এই খ্যাতনামা কথাসাহিত্যিকের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল। এবং আনন্দময় হােক এই কামনা করি।