প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
আলেক্সান্দার বেলায়েভ
আলেক্সান্দর বেলায়েভ ১৮৮৪ সালে একটি গোঁড়া পুরােহিত পরিবারে রাশিয়ায় স্মেলেনস্কে জন্মগ্রহণ করেন। স্কুল শেষ করে আইন কলেজে ভর্তি হন। সে সময় তার বাবা মারা যান। ১৯০৬ সালে আইনজীবী হন এবং ভাল খ্যাতি অর্জন করেন। তিনি প্রচুর অর্থ উপার্জন করেন এবং বিশ্ব ভ্রমণে বের হন। এই সময়ে তিনি লেখালেখি শুরু করেন এবং ১৯১৪ সালে সাহিত্য সাধনায় মনােনিবেশ করার জন্য ওকালতি ছেড়ে দেন। ৩০ বছর বয়সে বেলায়েভ হারের ক্ষয় রােগে আক্রান্ত হন। উন্নত চিকিৎসার জন্য তিনি ইয়াল্টায় চলে আসেন।। ১৯২২ সালে তিনি রােগমুক্ত হন এবং চাকরি খুঁজতে থাকেন। তিনি পুলিশ পরিদর্শক হিসেবে একটি খণ্ডকালীন চাকরি করেন। ১৯২৩ সালে মস্কোতে আবার আইন ব্যবসা শুরু করেন। একই সাথে বেলায়েভ বিজ্ঞান কল্প উপন্যাসের লেখক হিসেবে তাঁর সাহিত্যিক কার্যকলাপ আবার শুরু করেন। ১৯২৫ সালে তাঁর প্রথম সায়েন্স ফিকশন প্রফেসর ডােয়েলের মস্তক' (Professor Dowell's Head) প্রকাশিত হয়, সঙ্গে সঙ্গেই বিখ্যাত হয়ে যান তিনি। তারপর একে একে বের হয় ‘দরিয়ার দানাে’, ‘মৎস্যকুমার’, ‘উভচর মানুষ’, ‘জাহাজ ডুবির দ্বীপ’, ‘শূন্যে ঝাপ’ প্রভৃতি জনপ্রিয় বই। বেলায়েভ ছিলেন সােভিয়েত সায়েন্স ফিকশনের পথিকৃত। এজন্য তিনি রাশিয়ার জুল ভার্ন’ বলে খ্যাত ছিলেন। পদার্থবিদ্যা, জীববিদ্যা, চিকিৎসাবিদ্যা, মহাকাশ যাত্রার নানা সমস্যা নিয়ে লেখা অর্ধশতাধিক বই দিয়ে গেছেন তিনি। ১৯৩৪ সালে এইচ জি ওয়েসের ইউএসএসআর সফরকালে লেনিনগ্রাদে বেলায়েভ তার সাথে দেখা করেন। জীবনের শেষ বছরগুলােতে বেলায়েভ পুশকিনের পূর্ব লেনিনগ্রাডে বাস করতেন। ১৯৪২ সালে সােভিয়েত শহর পুশকিন নাৎসিদের দখলে থাকা অবস্থায় অনাহারে মারা যান বেলায়েভ। তার কবরের সঠিক অবস্থান জানা যায়নি। পুশকিন শহরে কাজানস্কো কবরস্থানে একটি স্মৃতিপ্রস্তর স্থাপন করা হয়েছে, যেখানে তার মরদেহ সমাহিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।